February 17, 2011

ট্যাবলেটের প্রতিযোগিতায় টাচ প্যানেলের সংকট তৈরী করছে এপল

বলা হয় ফ্লাশ মেমোরী ভিত্তিক আইপডের যুগে মেমোরীর সংকট তৈরী করেছিল এপল। ট্যাবলেটের প্রতিযোগিতায় সেই একই পদ্ধতি প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। ডিজিটাইমস জানাচ্ছে বিশ্বব্যাপি টাচ প্যানেলের ৬০ ভাগ তারা একাই কিনে নিচ্ছে। অন্যদের প্রতিযোগিতা করতে হচ্ছে সেগুলির জন্য।
অন্যান্য নির্মাতা যথেষ্ট পরিমান পন্য সরবরাহ করতে পারছেন না কারন তারা সেগুলি তৈরীর উপাদান পাচ্ছেন না। মুল কারন এপল। তারা অনায়াসে তাদের ২০১১ সালের চাহিদা পুরন করতে সক্ষম, বিপরীতে ক্ষতিগ্রস্থ হচ্ছে এইচপি, রিম, মটোরোলা, স্যামসাং, এলজি, ডেল সহ সকলেই।
একাজে এপল তাদের খরচ ৩৯০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৭৮০ কোটি ডলারে উন্নিত করেছে।

No comments:

Post a Comment