February 14, 2011

নোকিয়া এবং মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে এপল-গুগলের বিপক্ষে

নোকিয়া এবং মাইক্রোসফট ঘোষনা করেছে নোকিয়ার সেটে আসছে উইন্ডোজ, বাদ পড়ছে সিমবিয়ান এবং মি-গো। কয়েকদিন আগেই তথ্য প্রকাশ পেয়েছিল এপলের আইফোন এবং গুগলের এন্ড্রয়েডের মোকাবেলা করতে তারা একসাথে হচ্ছে। তারই বহিপ্রকাশ এটা।
নোকিয়া তার ব্যবসাকে দুভাগে ভাগ করছে। একটি উইন্ডোজ ভিত্তিক স্মার্ট ডিভাইস, অপরটি সিরিজ ৪০ ভিত্তিক কমদামি সেটের মোবাইল ডিভাইস। পরেরটির এখনও বিশাল বাজার রয়েছে।
এর অর্থ অনেকটাই সিমবিয়ানকে বিদায় জানানো। নোকিয়া এখনও ১৫ কোটি সিমবিয়ান ফোন বিক্রির আশা করে। এটা এক প্লাটফর্ম থেকে আরেক প্লাটফর্মে যাওয়ার মধ্যবর্তী সময়ের কথা। এই সময়ের মধ্যে তারা পুরোপুরি উইন্ডোজের দিকে চলে যাবে।
আর তাদের বহু প্রতিক্ষিত মি-গো অপারেটিং সিষ্টেমের প্রথম ফোন এবছরই বাজারে আসার কথা। হয়ত সেটাই প্রথম, সেটাই শেষ।
মাইক্রোসফট বলেছে তারা উইন্ডোজ ফোনের ভবিষ্যতের দায়িত্ব দিচ্ছে নোকিয়ার ওপর। নোকিয়ার সার্চ ইঞ্জিন হিসেবে মাইক্রোসফটের বিং ব্যবহার করবে। অন্যদিকে নোকিয়াও মাইক্রোসফটের এক্সবক্স এবং অফিস মোবাইলে আনার প্রশংসা করেছে।
এপল এবং গুগলের প্রতিযোগিতার জন্য বিশ্বের সবচেয়ে বড় মোবাইল হ্যান্ডসেট নির্মাতাকে পাচ্ছে মাইক্রোসফট। আর নোকিয়া তাদের ক্রমহ্রাসমান বাজার ফিরে পেতে পাচ্ছে শক্তিশালি অপারেটিং সিষ্টেম।

No comments:

Post a Comment