February 13, 2011

ইউএসবি অটোরান বন্ধ করার আপডেট

ভাইরাস ছড়ানোর জন্য ইউএসবি অটোরান ব্যবস্থা গত কয়েক বছর ধরে মানুষকে অনেক ভুগিয়েছে। ইউএসবি ডিভাইস কম্পিউটারের সাথে লাগানোর সাথেসাথেই ভাইরাসের আক্রমন ঘটেছে কম্পিউটারে। অবশেষে অটোরান বন্ধ করার আপডেট তৈরী করেছে মাইক্রোসফট।
২০০৯ সালে এই আপডেট দেয়া হয়েছিল শুধুমাত্র ডাউনলোড সেন্টার ওয়েবসাইটে। বর্তমানে তাদের ওয়েবসাইট থেকে ইউন্ডোজ আপডেটের মাধ্যমে এটা ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। আপডেটের সময় এটা বাধ্যতামুলক হিসেবে নিজে থেকেই ইনষ্টল হবে না, অপশন হিসেবে সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আনইনষ্টল করতে চাইলে প্যাচ ব্যবহার করতে হবে।

No comments:

Post a Comment