February 10, 2011

ধর্ম পালনে আইফোন

সব ধর্মেই অপরাধ করতে মানা। যদি কোনভাবে করেই ফেলেন সেজন্য অনুতাপ করতে হয়। রোমান ক্যাথলিকদের এজন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। সপ্তাহে একদিন গির্জায় গিয়ে পাদ্রির কাছে অপরাধের কথা প্রকাশ করবেন। মানসিকভাবে এই পদ্ধতি অপরাধ থেকে দুরে থাকতে সাহায্য করে তাতে সন্দেহ নেই। আর সেকারনেই এতে আরো গতি আনার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন আইফোন ব্যবহারকারীরা তাদের ফোন ব্যবহার করে যে কোন সময় এই স্বিকারোক্তির (কনফেসন) এর কাজ করতে পারবেন।
১.৯৯ ডলার দামের আইফোনের এই সফটঅয়্যার অনুমোদন করেছে ভ্যাটিক্যান। চার্চের পক্ষ থেকে একজন মুখপাত্র নিশ্চয়তা দিয়ে বলেছেন, শুধুমাত্র যাজকই এই স্বিকারোক্তি শুনতে পাবেন।
ফোনের  মাধ্যমে যাজকের সাথে যোগাযোগের একটি বড় সুবিধে এটাই যে অনেকের পক্ষেই ইচ্ছে থাকলেও বিভিন্ন কারনে স্থানীয় যাজকের সাথে সাক্ষাত করা সম্ভব হয় না। সেই সমস্যা দুর করবে এই ব্যবস্থা।
পোপ বেনেডিক্ট সবসময়ই যাজকদের ইন্টারনেট ব্যবহারে উতসাহ যোগান।

No comments:

Post a Comment