November 26, 2010

ট্রান্সসেন্ড ৬৪ গিগাবাইট ফ্লাশ ড্রাইভ

ট্রান্সসেন্ড তাদের আলট্রা স্পিড সিরিজের ইউএসবি ফ্লাশ ড্রাইভের ৬৪ গিগাবাইট ভার্শন ছাড়ার কথা জানিয়েছে। এতে ডুয়াল চ্যানেল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে এথেকে ৩২মেবা/সে রিড এবং ১৮ মেবা/সে রাইট স্পিড পাওয়া যাবে। এছাড়া তাদের লাইফটাইম ওয়ারেন্টি সাপোর্টও থাকবে।
জেটফ্লাশ ৬০০ (কালো) এবং জেটফ্লাশ ৬২০ (সাদা) নামের এই পেনড্রাইভগুলি ৪ গিগাবাইট থেকে ৬৪ গিগাবাইট পর্যন্ত ধারনক্ষমতার। ৬২০ মডেলের সাথে পাসওয়ার্ড প্রোটেক্ট করার সফটঅয়্যার দেয়া হবে।

No comments:

Post a Comment