November 2, 2010

লজিটেকের অয়্যারলেস সোলার কিবোর্ড কে৭৫০

লজিটেক প্রথম যে অয়্যারলেস মাউস বাজারে এনেছিল সেগুলি একচার্জে ১ সপ্তাহ চালানো যেত। বর্তমানের মাউসগুলি চলে ১ মাস। তাদের নতুন অয়্যারলেস কিবোর্ডে ব্যাটারী চার্জ করারই প্রয়োজন নেই। সৌরশক্তি ব্যবহার করে চলবে একেবারে পাতলা এই কিবোর্ড।
এর পুরুত্ব মাত্র ১/৩ ইঞ্চি, মাপ ল্যাপটপের কিবোর্ডের মত। ওপরের দিকে দুপাশে এমবিয়ান্ট লাইট সোলার প্যানেল রয়েছে যার ফলে কখনো ব্যাটারী চার্জ দিতে হবে না। এটা শুধু তাদের দাবী না, পরীক্ষিত সত্য। তাদের অন্যান্য অয়্যারলেস পন্যের মত এতেও ২.৪ গিগাহার্টজ ন্যানো ইউনিফাইং রিসিভার ব্যবহার করা হয়েছে।
এমাসেই কিবোর্ডটি বাজারে পাওয়া যাবে। দাম ৮০ ডলার।

No comments:

Post a Comment