সিডিএমএ কানেকটিভিটির এই সেটে রয়েছে ডব্লিউকিউভিজিএ রেজ্যুলুশনের ৩.২ ইঞ্চি এমোলেড ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে। সাথে ৩.২ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, থ্রিজি সাপোর্ট, টিভি টিউনার, ব্লুটুথ এবং মাইক্রো এসডি কার্ড স্লট।
থ্রিডি টিভি বা ল্যাপটপের মত এর থ্রিডি দেখার জন্য বিশেষ চশমা প্রয়োজন হবে না, খালি চোখেই দেখা যাবে। একটি বাটন ব্যবহার করে যেকোন সময় টুডি/থ্রিডি মোড ব্যবহার করা যাবে।
মোবাইল ফোনের পর থ্রিডিতে কি আসতে পারে জানতে ইচ্ছে হয় নিশ্চয়ই। অনেকেই বলছেন, দ্রুতই আসতে যাচ্ছে ছোট আকারের থ্রিডি প্রোজেকটর।
No comments:
Post a Comment