May 6, 2010

মোবাইল ফোনে প্রথম থ্রিডি ডিসপ্লে আনল স্যামসাং Samsung W960 AMOLED 3D - the first phone with 3D display

মোবাইল ফোন ডিসপ্লেতে থ্রিডি আসা সময়ের ব্যাপার ছিল। প্রথম নির্মাতা হিসেবে সেটা করছে স্যামসাং। তাদের ডব্লিউ৯৬০ মোবাইল হ্যান্ডসেটে এমোলেড থ্রিডি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। এতে থ্রিডি দেখার জন্য চশমা ব্যবহার করতে হবে না। আপাতত শুধুমাত্র দক্ষিন কোরিয়ায় এটা পাওয়া যাবে।
সিডিএমএ কানেকটিভিটির এই সেটে রয়েছে ডব্লিউকিউভিজিএ রেজ্যুলুশনের ৩.২ ইঞ্চি এমোলেড ক্যাপাসিটিভ টাচ ডিসপ্লে। সাথে ৩.২ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, থ্রিজি সাপোর্ট, টিভি টিউনার, ব্লুটুথ এবং মাইক্রো এসডি কার্ড স্লট।
থ্রিডি টিভি বা ল্যাপটপের মত এর থ্রিডি দেখার জন্য বিশেষ চশমা প্রয়োজন হবে না, খালি চোখেই দেখা যাবে। একটি বাটন ব্যবহার করে যেকোন সময় টুডি/থ্রিডি মোড ব্যবহার করা যাবে।
মোবাইল ফোনের পর থ্রিডিতে কি আসতে পারে জানতে ইচ্ছে হয় নিশ্চয়ই। অনেকেই বলছেন, দ্রুতই আসতে যাচ্ছে ছোট আকারের থ্রিডি প্রোজেকটর।

No comments:

Post a Comment