ছবি উঠানো যদি আপনার শখ হয়, আপনার জন্য বড় একটা সুযোগ। আর্টিষ্ট ওয়ান্টেড তাদের দ্বিতীয় বাৎসরিক প্রতিযোগিতার জন্য ছবি জমা দিতে বলেছে। এক্সপোজার ২০১০ নামে এই প্রতিযোগিতায় যে কেউ ছবি পাঠানোর সুযোগ পাবেন। পুরস্কার হিসেবে পেতে পারেন ম্যানহ্যাটন গ্যালারীতে সম্বর্ধনা ছাড়াও নগদ ১০ হাজার ডলার, অথবা, নিউ ইয়র্কে ১২ লক্ষ ডলার দামের বাড়িতে ১ বছর থাকার সুযোগ। যাতায়াতসহ অন্যান্য খরচ তারাই দেবে।এই প্রতিযোগিতার বিষয়টি একেবারে স্পষ্ট। ফটোগ্রাফিতে প্রতিভাবান খুজে বের করা। প্রতিটি অংশগ্রহনকারী একটি অনলাইন পোর্টফোলিও পাবেন যেখানে বিভিন্ন গ্যালারী, সংবাদ সংস্থা কিংবা ক্রেতা ইন্টারনেটে সার্চ করে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও বিনামুল্যে জেপেগ পত্রিকার গ্রাহক হওয়ার সুযোগ, ১০০ ডলারের ক্রেডিট, বিভিন্ন কেনাকাটায় ডিসকাউন্ট ইত্যাদি সকলের জন্যই। যোগ্যতা একটাই, লেন্সের ভাষায় কথা বলতে পারা।
বিস্তারিত জানা এবং অংশ নেয়ার জন্য তাদের ওয়েবসাইট
No comments:
Post a Comment