April 15, 2010

সনির এভিল ক্যামেরা Sony video capable dSLR Alpha, EVIL

এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া না হলেও এর প্রোটোটাইপ দেখিয়েছে সনি। ইলেকট্রনিক ভিউফাইন্ডার ইন্টারচেঞ্জেবল লেন্স, সংক্ষেপে এভিল এটা ক্যামেরার বর্ননা দেয়ার জন্য যথেষ্ঠ। এসএলআর ক্যামেরার মত লেন্স পাল্টানো যাবে তবে রিফ্লেকশন মিরর নেই। তার বদলে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। স্যামসাং, প্যনাসনিক কিংবা অলিম্পাসের মাইক্রো ফোর থার্ড ক্যামেরার কথাই মনে করিয়ে দেয়।
এই ক্যামেরার বর্ননা যা পাওয়া গেছে তাতে এতে এসএলআরের এপিএস-সি সেন্সর ব্যবহার করা হয়েছে। সনির নতুন ই মাউন্ট ব্যবহার করা হয়েছে লেন্সের জন্য। কার্ড হিসেবে মেমোরী ষ্টিক কিংবা এসডি ব্যবহার করা যাবে। এছাড়া হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং, বিল্টইন ফ্লাশ, ৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে ইত্যাদি থাকবে। এডাপটার ব্যবহার করে আলফা লেন্স ব্যবহার করা যাবে।
ক্যামেরার ঘোষনা দেয়ার আগেই এই ক্যামেরা উপলক্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে সনি ইউরোপ। ফিফা ওয়ার্ল্ডকাপের খেলার ছবি উঠিয়ে পাঠাতে হবে তাদের কাছে। প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ইউরোপের কয়েকটি দেশের অধিবাসী।

No comments:

Post a Comment