যারা গান পছন্দ করেন তাদের অনেকেই এমপিথ্রি প্লেয়ার সবসময় সাথে রাখেন। ফলে বৃষ্টিতে ভেজার সম্ভাবনা থেকেই যায়। এছাড়া হাত থেকে পড়ে যাওয়ার বিষয়তো আছেই। তা শক্ত যায়গাতেই হোক আর পানিতেই হোক। যদি এমন হয় পানিতে পড়লে কিংবা আছাড় খেলেও নষ্ট হবে না এমন এমপিথ্রি প্লেয়ার সাথে থাকে। এটাই করেছে মেরিনমার্ট বোটিং এক্সেসরিজ।নাম থেকেই ধরে নিতে পারেন নৌকা চালানো যাদের শখ তাদের জন্য যন্ত্রপাতি তৈরী করে এরা। ২ গিগাবাইট ধারনক্ষমতার এই প্লেয়ারগুলি আকারে ছোট, কব্জির সাথে ঘড়ির মত আটকে রাখা যায়। ফলে খেলাধুলা, দৌড়ানো থেকে শুরু করে সব কাজের সময় ব্যবহার করা যায়।

No comments:
Post a Comment