April 27, 2010

ব্লগারের কম্পিউটার, ক্যামেরা, ফোন জব্দ করেছে পুলিশ Police seize gear from Gizmodo iPhone blogger

ইন্টারনেটে মোবাইল ফোন সম্পর্কে যারা আগ্রহী গিজমোডো নামে ব্লগের কথা নিশ্চয়ই জানেন। ফোন সম্পর্কিত সব ধরনের অগ্রিম খবর, ছবি এসব পাওয়া যায় তাদের কাছ থেকেই। এখানে প্রকাশ করা আইফোন ৪-জি এর ছবিও  তাদের কাছ থেকে প্রচার পেয়েছে ইন্টারনেটে। কম্পিউটার অপরাধ বিষয়ক একটি টাস্ক ফোর্স এর পরিচালক এবং ব্লগার জ্যাসন চেন এর কয়েকটি কম্পিউটার, হার্ডডিস্ক, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, অন্যান্য যন্ত্রপাতি, ব্যাংকের চেকবই ইত্যাদি আটক করেছে।
বিষয়টি আরেকটু খোলাসা করা যাক। গত সপ্তাহের তার ব্লগে আইফোন ৪জি এর ছবি এবং তথ্য প্রকাশ পায়। এপল নিজে এই ফোন সম্পর্কে কিছু জানায়নি। রেডউড সিটিতে এক বারে এটিকে কুড়িয়ে পাওয়া গেছে, এই দিয়ে ঘটনার শুরু। অজ্ঞাতনামা একজন একে গিজমোডোর কাছে বিক্রি করে ৫ হাজার ডলারে। আর এদিকে এপল চুরি হিসেবে আখ্যায়িত করে পুলিশকে জানায় তদন্ত করতে।
এপল জানিয়েছে আইফোন ৪-জি যাকে বলা হচ্ছে সেটি তাদের। এরপর গিজমোডো সেটি তাদের ফেরত দিয়েছে।
বিষয়টি নিয়ে তদন্ত চলবে বলে জানানো হয়েছে ডিষ্ট্রিক্ট এটর্নি অফিসের পক্ষ থেকে। তবে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন এই ঘটনায়। তারা বলছেন, একজন সাংবাদিক তার সংবাদের উস জানাতে বাধ্য নন, পুলিশের কার্য্যক্রম এই আইনের পরিপন্থী।

No comments:

Post a Comment