April 22, 2010

নোকিয়া মোবাইলের দাম কমাচ্ছে Nokia slashes prices

নোকিয়া তাদের মোবাইল হ্যান্ডসেটের দাম কমাচ্ছে। প্রায় সব ধরনের সেটেরই দাম কমবে এর ফলে। কোন কোন স্মার্টফোনের ক্ষেত্রে শতকরা ১০ ভাগ পর্যন্ত। দামী ফোনের ক্ষেত্রে এপল এবং ব্লাকবেরীর কাছে পিছিয়ে থাকছে নোকিয়া। দাম কমানোকেই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় বলে বলছেন বিশ্লেষকরা।
নোকিয়া তাদের অপারেটিং সিষ্টেম সিমবিয়ানের নতুন ভার্শনের সময়ও পিছিয়েছে। জুনের মধ্যে এটা বাজারে আসার কথা ছিল।
নোকিয়া এই বিষয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে আগে জানিয়েছে দাম পরিবর্তন করা ব্যবসার সাধারন প্রক্রিয়া। সাধারনত বছরে কয়েকবার করে সব ফোনের দাম কমানো হয়। এবারে সবচেয়ে বেশি দাম কমানোর বিষয়টি দেখা যাচ্ছে তাদের ই-সিরিজের ক্ষেত্রে। একই ধরনের কমদামী নতুন ফোনও বাজারে আনছে তারা।

No comments:

Post a Comment