February 23, 2010

ফেজ ওয়ানের ক্যাপচার ওয়ান ৫.১ Phase One Releases Capture One 5.1

ফেজ ওয়ান তাদের শক্তিশালী র কনভার্টার, ওয়ার্ক ফ্লো কন্ট্রোল এবং ইমেজ এডিটিং সফটঅয়্যার ক্যাপচার ওয়ান এর নতুন ভার্শন রিলিজ দিয়েছে। ৫.১ প্রো নামের এই ভার্শনে এডভান্সড নয়েজ রিডাকশন এর নতুন টুল যোগ করা হয়েছে।
এছাড়া নাইকন, ক্যানন, সনিসহ অনেকগুলি ক্যামেরা সাপোর্ট যোগ করা হয়েছে।
নতুন ভার্শনে নতুন যা যোগ করা হয়েছে তারমধ্যে রয়েছে;
·        ওয়ান-ক্লিক স্পট রিমোভাল, দ্রুত এবং সহজে সমস্যা দুর করার জন্য।
·        এডভান্সড নয়েজ রিডাকশন, হাই আইএসও ইমেজ ঠিক করার জন্য।
·        নেগেটিভ ক্লারিটি, পোট্রেট এর সমস্যা দুর করার জন্য।
·        ইনভার্টেড কালার ইমেজ সিলেকটর
·        উন্নত মেটাডাটা ফাংশনালিটি
·        ওয়ার্কফ্লো এক্সলারেটর, অনেক বেশি ছবি নিয়ে দ্রুত কাজ করার জন্য।
এছাড়া এতে ক্যানন ১ডি মার্ক ৪, নাইকন ডি৩এস, সনি এ৫০০, এ৫৫০ সহ অনেকগুলি ক্যামেরা সাপোর্ট যোগ করা হয়েছে।
এর দাম ৩৯৯ ডলার। আগের ভার্শন ব্যবহারকারীরা বিনামুল্যে আপডেট করার সুযোগ পাবেন। এছাড়া ৩০ দিন ব্যবহার উপযোগি বিনামুল্যের ভার্শন ডাউনলোড করা যাবে তাদের সাইট থেকে।

No comments:

Post a Comment