February 27, 2010

সৌরশক্তি চালিত ফোন NTT Docomo waterproof solar phone

সৌরশক্তি ব্যবহার করে এমন মোবাইল ফোন আগেও তৈরী হয়েছে। জাপানের এনটিটি ডোকোমো তাকে আরেকধাপ সামনে নিয়ে গেছে। তাদের ওয়াটারপ্রুফ-সোলার মোবাইল ফোন দেখতে সুন্দর এবং কাজের দিক থেকে অনন্য। মাত্র ৮ মিনিট সুর্য্যের আলেতে রাখলে ১ মিনিট কথা বলার মত চার্জ পাওয়া যায় এই ফোনে। চার্জ করার খরচ যেমন নেই তেমনি পরিবেশের জন্যও সহায়ক। এছাড়া প্রয়োজনে ইলেকট্রিসিটি ব্যবহার করেও চার্জ করা যাবে।

সৌরশক্তি ব্যবহারের সুবিধে ছাড়াও ক্যামেরা হিসেবে এই ফোন বেশ কার্যকর। ৫ মেগাপিক্সেল ছবি উঠানো যাবে এতে। এছাড়া এটা ওয়াটারপ্রুফ। সুর্য্যের আলোতে চার্জে রাখার সময় বৃষ্টি নামতে পারে, পানিতে পড়ে যেতে পারে। এতে কোন ক্ষতি হবে না ফোনের।
এনটিটি ডোকোমো জানিয়েছে গত সেপ্টেম্বর মাস থেকেই ফোনটি শুধুমাত্র জাপানে বিক্রি হচ্ছে।

No comments:

Post a Comment