February 25, 2010

ভারতের থ্রিজি পিছিয়ে গেছে India’s 3G Auction Rescheduled to April

ভারতের থ্রিজি এবং ওয়াইম্যাক্সের লাইসেন্স দেয়ার নিলাম ৩ বার পেছানোর পর এখন এপ্রিলের ৯ তারিখে নেয়া হয়েছে। এজন্য ২৫ ফেব্রুয়ারী টেন্ডার ডাকার কথা যা জমা দেয়া যাবে মার্চের ১৯ তারিখ পর্যন্ত। বেশকিছু ভারতীয় এবং বহুজাতিক সংস্থা এবিষয়ে আগ্রহ দেখিয়েছে।
গতবছর জানুয়ারীতে এবিষয়ে প্রথম অনলাইন নিলামের ব্যবস্থা নেয়া হয় কিন্তু এর সর্বনিম্ন দর নিয়ে অর্থ মন্ত্রনালয় এবং যোগাযোগ মন্ত্রনালয়ের মতভেদের কারনে বিষয়টি পিছিয়ে যায়। গতবছর ভারত সরকার জানায় তারা লাইসেন্সে থেকে কমপক্ষে ২৫ হাজার ভারতীয় রুপি পেতে আগ্রহি। একটি সরকারী সহ মোট ৫টি কোম্পানীকে এই লাইসেন্স দেয়ার কথা। এছাড়া ৪জি সেবা নিয়েও আলোচনা চলছে।
ভারতে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫৫ কোটি। শতকরা ৪৬ জনের মোবাইল ফোন রয়েছে।

No comments:

Post a Comment