February 16, 2010

ডেল মিনি ৫ চলবে এন্ড্রয়েডে Dell Mini 5 To Run On Android

গুগলের অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড এখনও রিলিজ হয়নি। জানা গেছে ডেলের আগামী ট্যাবলেট পিসি ডেল ৫ চলবে এই অপারেটিং সিষ্টেমে। বর্তমানে স্নাপড্রাগন প্রসেসরে তৈরী এর প্রোটোটাইপ মডেল ব্যবহার করছে মোবাইল ওএস।
বলা হচ্ছে এতে এন্ড্রয়েড ২.০ ব্যবহার করা হবে এবং ফ্লাশ প্লেয়ার সাপোর্ট থাকবে। তবে অপারেটিং সিষ্টেম যাই থাকুক না কেন, ব্যবহারকারীর সেটা আপগ্রেড করার সুযোগ থাকবে।
ডেলের মিনি ৫ নিয়ে বহুদিন ধরে জল্পনাকল্পনা চললেও ডেল আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কে কিছু জানাতে অস্বিকৃতি জানিয়েছে। ধারনা করা হচ্ছে কয়েকমাসের মধ্যেই এটা বাজারে পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে ওয়াই-ফাই, থ্রিজি সহ এর দাম হবে ১০০০ ডলারের বেশি।

No comments:

Post a Comment