February 22, 2010

চীনের প্রেসিডেন্টের মাইক্রো ব্লগিং ব্যবহার China's President Hu signs up for microblogging

চীনের প্রেসিডেন্ট হু জিনতাও মাইক্রোব্লগিং একাউন্ট খুলেছেন এবং সেখানে হাজার হাজার ফলোয়ার যোগাযোগ করেছেন। পিপলস ডেইলি পরিচালিত এই মুলত সরকারের মুখপাত্র হিসেবে পরিচিত। এবং চীনে সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলি কঠোরভাবে নিয়ন্ত্রিন করা হয়। 
সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস সংবাদপত্র জানায় ফেব্রুয়ারীর ১ তারিখে এই একাউন্ট খোলা হয়। বহু মানুষ সেখানে ফলোয়ার হিসেবে নিজের নাম লিখিয়েছেন। তবে একজন অসন্তোষ প্রকাশ করে বলেছেন এটা দুঃখজনক যে তিনি এখন পর্যন্ত কিছু লেখেননি।

চীনে ইন্টারনেট ব্যবহারের চিত্র মিশ্র। একদিকে সেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি, এখনও দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি ব্যবহারে সরকারী নিয়ন্ত্রন রয়েছে। কদিন আগে কিছু ইমেইল একাইন্ট হ্যাক করা হয় যার প্রেক্ষিতে গুগল চীনে কাজ করতে অস্বিকৃতি জানায়। নিউইয়র্ক টাইমস জানিয়েছে এই আক্রমন করা হয়েছে চীনের দুটি শিক্ষা প্রতিস্ঠান থেকে, যদিও তারা বিষয়টি অস্বিকার করেছে।

No comments:

Post a Comment