January 23, 2010

রিকেটের জন্য ভিডিও গেম দায়ী Video games blamed for return of rickets

রিকেট কি হয়ত জানেন ভিটামিন ডি এর অভাবে হয় এই রোগের ফলে শিশুদের হাড় নরম হয়ে বাকা হয়ে যায় একসময়ের বড় ধরনের হুমকি এই রোগ এখন অনেকটাই সামলে নেয়া গেছে কিন্তু, ইদানিং তা ফিরে আসছে বৃটেনে রীতিমত আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে এই রোগ  আর এজন্য দায়ী করা হচ্ছে ভিডিও গেমকে অন্তত প্রফেসর সাইমন পিয়ার্স তাই মনে করেন
বৃটিশ মেডিকেল জার্নালে এক লেখায় তিনি বলেছেন আজকাল শিশুরা ঘরের মধ্যে কম্পিউটার কিংবা ভিডিও গেম নিয়ে বেশি সময় কাটায়, বাইরের মুক্ত আবহাওয়ায় যায় না একারনে তারা ভিটামিন ডি বঞ্চিত হচ্ছে সুর্যকিরন থেকে ভিটামিন ডি শরীরে প্রবেশ করে, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে একথা বলা হয়েছে সন্দেহ নেই বৃটেনে সুর্যকিরন এমনিতেই কম
একসময় কডলিভার অয়েল দিয়ে শিশুর ভিটামিন ডি এর প্রয়োজন মেটানো হত এরপর এমন খাবার দেয়ার দিকে গুরুত্ব দেয়া হয় যার মধ্যে প্রয়োজনীয় ভিটামিন ডি থাকে
গেম সরাসরি হয়ত এই রোগের জন্য দায়ী না, তবে শিশূদের ঘরের বাইরে যাওয়া এবং খেলাধুলা করা প্রয়োজন একথা অস্বীকার করার উপায় নেই

No comments:

Post a Comment