January 27, 2010

প্যানাসনিকের নতুন দুটি পকেট সুপারজুম ক্যামেরা Panasonic ZS5 and TS7

প্যানাসনিক তাদের জেড-এস সিরিজের নতুন দুটি ক্যামেরার ঘোষনা দিয়েছে। জেড-এস৭ এবং জেড-এস৫ দুটি মডেলেই রয়েছে ১২ মেগাপিক্সেল সেন্সর, লেইকা ব্রান্ডের ১২-এক্স অপটিক্যাল জুম লেন্স। জেড-এস৫ মডেলে ২.৫ ইঞ্চি ডিসপ্লে আর জেড-এস৭ মডেলে ৩ ইঞ্চি ডিসপ্লে।
জেড-এস৭ এর বড় পার্থক্য হচ্ছে এতে বিল্টইন জিপিএস রয়েছে। প্যানাসনিকের কোন ক্যামেরায় জিপিএস এটাই প্রথম। আরেকটি বড় পার্থক্য হচ্ছে এতে এভিসিএইচডি লাইট অথবা কুইকটাইম যে কোন ফরম্যাটে ভিডিও রেকর্ড করা যায়, অন্যদিকে জেড-এস৫ ব্যবহার করে শুধুমাত্র কুইকটাইম । অন্যদিকে জেড-এস৫ এগিয়ে আছে ব্যাটারীর দীর্ঘ্যস্থায়িত্বে বিচারে। এতে রয়েছে ৪০ মেগাবাইট ইন্টারনাল মেমোরী যেখানে জেড-এস৭ এ আছে ১৫ মেগাবাইট।
ক্যামেরাগুলিতে সবধরনের ম্যানুয়েল কন্ট্রোল রয়েছে। উল্লেখ করা যেতে পারে এই সিরিজের জেড-এস৩ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ক্যামেরা।

দুটি ক্যামেরাই এসডি/এসডিএইচসি/এসডিএক্সসি কার্ড ব্যবহার করে। জেড-এস৫ ক্যামেরা পাওয়া যাবে কালো এবং রূপালী রঙে, জেড-এস৭ অতিরিক্ত হিসেবে লাল এবং নীল রঙে পাওয়া যাবে। ক্যামেরাগুলির দাম জানানো হয়নি।

No comments:

Post a Comment