January 23, 2010

কেনকো টেলিকনভার্টার KENKO TelePlus PRO 300 AF 2.0X DGX Teleconverter

টেলিকনভার্টার লাগানো হয় এসএলআর ক্যামেরায় ক্যামেরা বডি এবং লেন্সের মাঝখানে। লেন্সের ফোকাল লেন্থকে গানিতিক হারে বৃদ্ধি করে এটা। যার অর্থ ২.০এক্স টেলিকনভার্টার আপনার ৩০০ মিলিমিটার লেন্সের ফোকাল লেন্থকে ৬০০ মিলিমিটারে পরিনত করে। একাজের জন্য নতুন টেলিকনভার্টার বাজারে এনেছে কেনকো।
সাধারনতভাবে ধরে নেয়া হয় টেলিকনভার্টার ব্যবহারের ফলে ছবির মানের তারতম্য হয়। এই লেন্সে মান ঠিক রাখার জন্য মাল্টি কোটেড ৭টি এলিমেন্ট দিয়ে। লেন্স তৈরী করেছে বিশ্বের সবচেয়ে বড় লেন্স নির্মাতা হয়া। টেলিপ্লাসে অটোফোকাস পুরোপুরি ব্যবহার করা যাবে (এজন্য যথেষ্ট আলো প্রয়োজন হয়। অল্প আলোতে ম্যানুয়েল ফোকাস প্রয়োজন হতে পারে)।


ক্যানন ইএফ এবং নাইকন এএফ এর জন্য এই টেলিকনভার্টার পাওয়া যাবে। দাম ৩৭৯.৯৫ ডলার।
একই সময়ে TelePlus MC4 AF 1.4X DGX নামে ১.৪এক্স আরেকটি টেলিকনভার্টার বাজারে ছাড়া হয়েছে। মাল্টিপ্লায়ার ছাড়া বাকি সবকিছুই এক। এর দাম ১৭৯.৯৫ ডলার।

No comments:

Post a Comment