January 17, 2010

ফটোশপের প্লাগইন টুন-ইট Digital Anarchy plug-in ToonIt! Photo for Photoshop

প্লাগইন সফটওয়্যার নির্মাতা ডিজিটাল এনার্কি ফটোশপ, এলিমেন্ট, এপারচার ইত্যাদির সাথে ব্যবহারের জন্য টুন-ইট প্লাগইনের নতুন ভার্শনের ঘোষনা দিয়েছে এর মাধ্যমে ফটোগ্রাফ থেকে কার্টুন ইফেক্ট তৈরী করা যায় যেকাজ করতে বহুঘন্টা সময় ব্যয় করতে হয় সেকাজ করা যায় মুহুর্তে নতুন ভার্শন ২.৫ এ অনেক নতুন কন্ট্রোল আনা সহ পেইন্ট ষ্টাইল, সেডিং, আউটলাইন ইত্যাদিকে উন্নত করা হয়েছে

এতে ৩টি নতুন ষ্টাইল যোগ করা হয়েছে এগুলি হচ্ছে Woodcut Outlines, Conte Outlines এবং Scratchboard Outlines. সুপারস্মার্ট ব্লার নামে নতুন একটি অপশন যোগ করা হয়েছে এছাড়া অনেকগুলি প্রিসেট যোগ করা হয়েছে
গত ২০০৮ এর ডিসেম্বরে  টুনইট ২.০ রিলিজ দেয়া হয়েছিল আগের ব্যবহারকারীরা বিনামুল্যে আপডেট করার সুযোগ পাবেন এছাড়া নতুন কপির মুল্য ১৬০ ডলার
তাদের ওয়েবসাইট থেকে ডেমো এবং নমুনা ডাউনলোড করা যাবে

No comments:

Post a Comment