January 24, 2010

মহাকাশে ইন্টারনেট Astronauts finally get Internet access in space

হাই-টেক বলতে আমরা বুঝিয়ে থাকি উচু মানের প্রযুক্তি এখন আক্ষরিক অর্থেই এই প্রযুক্তি উচ্চতায় পৌছেছে মহাশুন্যে থাকা নভোচারীর কাছে ইন্টারন্যাশনাল স্পেস ষ্টেশন থেকে টিমোথি ক্রিমার মহাশুন্য থেকে টুইটারে বার্তা পাঠিয়েছেন এর আগে এধরনের বার্তা পাঠানোর জন্য তাদেরকে মিশন কন্ট্রোলে ই-মেইল পাঠাতে হত সেখান থেকে তারা বাকি কাজ করত
ইন্টারন্যাশনাল স্পেস ষ্টেশনের ক্রুরা এখন তাদের ল্যাপটপ থেকে মিশন কন্ট্রোলের পিসির সাথে যোগাযোগ করতে পারবেন এবং তার মাধ্যমে ওয়েব বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি পৃথিবীর সাথে যোগাযোগ রাখা নিশ্চয়ই তাদেরকে মানুষিকভাবে বিশ্বকে অনেক কাছে এনে দেবে তবে নাসা আশংকা প্রকাশ করেছে নভোচারীরা হয়ত প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ইন্টারনেটে কাটাবেন
ক্রিমার ৫ মাসের জন্য মহাশুন্যে গেছেন তার সাথে রয়েছে আরেকজন আমেরিকান, একজন জাপানীজ এবং দুজন রাশিয়ান

No comments:

Post a Comment