December 13, 2009

নোকিয়া কয়েকটি দোকান বন্ধ করে দিচ্ছে Nokia officially closing some flagship stores in the US and UK

নোকিয়া তাদের কয়েকটি দোকান বন্ধ করে দিচ্ছে। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক, শিকাগো, লন্ডন ইত্যাদি যায়গার প্রধান দোকানগুলি। সাও পাওলোর দোকান সেখান থেকে অন্য যায়গায় সরিয়ে নেয়া হচ্ছে। বলা হচ্ছে ব্যবসার ধরন পাল্টানোর জন্য এটা করা হচ্ছে।

আমেরিকায় ৯০ ভাগ মানুষ মোবাইল সেট কেনে সেবাদানকারী প্রতিস্ঠানের কাছ থেকে। এ বিষয়টি নিয়ে নোকিয়ার মাথা ঘামানোর কিছু নেই। বরং অন্য কিভাবে বিক্রি বাড়ানো যায় সে চেষ্টাতেই এটা করা হচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

এই দোকানগুলির বাইরে সারা পৃথিবীতে অন্য দোকানগুলির কোন পরিবর্তন আনা হচ্ছে না।

No comments:

Post a Comment