December 11, 2009

নাইকনের নতুন লেন্স এবং টেলিকনভার্টার Nikon announces new 300mm f/2.8 VR II lens and 2x teleconverter


নাইকন তাদের এসএলআর ক্যামেরা ব্যবহারকারীদের জন্য নতুন একটি ২এক্স টেলিকনভার্টার বাজারে ছেড়েছে। এর কাজ কি জানেন নিশ্চয়ই। সাধারন লেন্সের ফোকাল লেন্থ বাড়ানো। ২এক্স অর্থ এটা ব্যবহার করলে আপনার বর্তমানের ৩০০ মিমি লেন্স ৬০০ মিমি এর সমান কাজ করবে।
এটি তৈরী করা হয়েছে নিকর এএফ-এস এবং এএফ-আই লেন্সের সাথে ব্যবহারের জন্য। তৃতীয় প্রজন্মের এই টেলিকনভার্টার তাদের আগেরগুলির থেকে ভাল কাজ করবে বলে জানানো হয়েছে।
এটা ব্যবহারের সময় অটোফোকাস করা যাবে এবং সর্বাধিক এপারচার ব্যবহার করা যাবে। এর দাম ৫০০ ডলার।
একই সময়ে একটি ৩০০ মিমি লেন্স এর ঘোষনাও দেয়া হয়েছে। AF-S NIKKOR 300mm f/2.8G ED VR II নামের অত্যন্ত উচু মানের এই লেন্সে স্বাভাবিকের তুলনায় ৪ গুন বেশি সাটার স্পিড ব্যবহার করা যাবে। সমস্যা এক যায়গাতেই, এর দাম ৫,৯০০ ডলার। ৩০০ মিমি লেন্সের ক্ষেত্রে বিশ্বে সর্বোচ্চ।

No comments:

Post a Comment