December 3, 2009

মোবাইল ফোনে ছবি উঠান iTookThisOnMyPhone


ছবি উঠানোর জন্য ক্যামেরা যতজনের হাতে আছে ক্যামেরাসহ মোবাইল ফোন আছে তারচেয়ে অনেক বেশি। হয়ত অবাক হবেন না শুনে, শুধু মোবাইল সেট বিক্রির হিসেবেই না বিশ্বে ক্যামেরা বিক্রির তালিকায় নোকিয়া ১ নম্বরে। কাজেই ক্যামেরা যদি না থাকে মোবাইল ফোনেই ছবি উঠান। বিষয়টিকে উসাহ দিতে এগিয়ে এসেছে iTookThisOnMyPhone। ছবি পাঠালে সেটা চলে যাবে বিশ্বের ১৯৯টি অনলাইন ঠিকানায়।

আপনার কাজ মোবাইল ফোন ব্যবহার করে ছবি উঠানো অথবা ভিডিও রেকর্ড করা। এরপরই এদের ম্যানেজমেন্ট সফটওয়্যার তাকে পাঠিয়ে দেবে বিশ্বের সেরা নেটওয়ার্কিং সাইটগুলিতে। যারমধ্যে রয়েছে ব্লগার, ওয়ার্ডপ্রেস, টাইপপ্যাড ইত্যাদি। এটা বিনামুল্যের সাইট। ইচ্ছে করলে যে কোন সময় নিজের নাম লিখিয়ে ছবি পাঠানো শুরু করতে পারেন। আপনার কাজ তাদের ওয়েবসাইটে নিজের পরিচয় দিয়ে সফটওয়্যার ডাউনলোড করে নেয়া। তারপর আপনার ছবি পাঠানো যাবে ফেসবুক, ফ্লিকার, টুইটার, ইউটিউব, পিকাসা, ওয়েবশট, ফটোবাকেট সহ সব যায়গায়।

ওয়েবসাইট http://www.itookthisonmyphone.com/

No comments:

Post a Comment