December 29, 2009

গুগল নেক্সাস ওয়ান ফোনের বিস্তারিত HTC Google Nexus One

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া না হলেও গুগল ফোন নামে প্রচার পাওয়া নেক্সাস ওয়ান ফোনের বিস্তারিত জানা গেছে। ফোনটি নিয়ে যদি মানুষের কৌতুহল সৃষ্টি করাই গুগলের লক্ষ্য থাকে তাহলে তারা সার্থকভাবেই সেটা করতে পেরেছে তাতে সন্দেহ নেই। এবিষয়ে সবশেষ যা গুজব তা হচ্ছে আগামি বছর প্রথমদিকেই বাজারে পাওয়া যাবে।
এতে ৩.৭ ইঞ্চি মাল্টিটাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন রয়েছে। স্ক্রিন দিক পরিবর্তনের জন্য এক্সিলারোমিটার রয়েছে। অটো টার্ন অফের জন্য প্রোক্সিমিটি সেন্সর রয়েছে। ইন্টারনাল মেমোরী ৫১২ মেগাবাইট, রম ৫১২ মেগাবাইট, ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (৪ গিগাবাইট সাথে দেয়া হবে)। অডিওর জন্য ৩.৫ মিমি ষ্টান্ডার্ড জ্যাক থাকবে।
কানেকটিভিটি হিসেবে জিপিআরএস, এজ, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ (এটুডিপি সহ), মাইক্রো ইউএসবি থাকবে। স্মাইল ডিটেকশন, জিও ট্যাগিং সহ ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা।
এর প্রসেসর ক্যালকম স্ন্যাপড্রাগন ১ গিগাহার্টজ। এন্ড্রয়েড ২.১ অপারেটিং সিষ্টেমে চলবে।
অতিরিক্ত ফিচার হিসেবে নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন, ডিজিটাল কম্পাস, ডেডিকেটেড সার্চ কি, গুগল সার্চ, ম্যাপ, জিমেইল, ইউটিউব, গুগল টক, পিকাসা ইত্যাদি থাকবে।

No comments:

Post a Comment