December 22, 2009

মোবাইল ওয়াই-ফাই হটস্পট Ford cars to become Wi-Fi hot spots

ফোর্ড গাড়ি সত্যিকারের মোবাইল ওয়াই-ফাই হটস্পট হতে যাচ্ছে। গাড়ি নির্মাতা জানিয়েছে তারা তাদের গাড়িতে এমন ব্যবস্থা আনতে যাচ্ছে যেখানে গাড়ির নিজস্ব ওয়াই-ফাই থেকে গাড়িতে অবস্থানরত অন্যরা কানেক্ট হতে পারবে। গাড়িগুলি ল্যাপটপ, মোবাইল থেকে শুরু করে যে কোন ওয়াইফাইয়ের সাথে যুক্ত হতে পারবে।
আগামী বছর থেকে তারা এমন গাড়ি বাজারে আনছে যেখানে একটি ব্রডব্যান্ড মডেম ছাড়া অতিরিক্ত আর কিছুই প্রয়োজন হবে না। এতে ওয়াপ২ সিকিউরিটি ব্যবস্থা থাকবে যেন গাড়ির বাইরের কেউ কানেক্ট হতে না পারে।
ফোর্ড এবং মাইক্রোসফট একত্রে ফোর্ড সিংক নামে এই প্রযুক্তি তৈরী করেছে। এরফলে গাড়িতে থেকেই একজন বাইরের সমস্ত তথ্য জানার এবং সবধরনের ইলেকট্রনিক যোগাযোগের সুযোগ পাবে।

No comments:

Post a Comment