গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ইলাষ্ট্রেশন, এনিমেশন, ফিল্মমেকিং, প্রোগ্রামিং ইত্যাদি যদি আপনার পড়াশোনার বিষয় হয় তাহলে আপনার জন্য খবর, এডবি ডিজাইন এচিভমেন্ট এওয়ার্ড ২০১০ এর জন্য প্রজেক্ট জমা নেয়া হচ্ছে। প্রতিযোগিতার বিষয়গুলি হচ্ছে ইন্টারএকটিভ মিডিয়া বিভাগে : ব্রাউজার বেজস ডিজাইন, নন ব্রাউজার বেজড ডিজাইন, এপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল ডিজাইন, ইনষ্টলেশন ডিজাইন। ভিডিও এন্ড মোশন বিভাগে এনিমেশন, লাইভ একশন, মোশন গ্রাফিক্স। ট্রাডিশনাল মিডিয়া বিভাগে : ইলাষ্ট্রেশন, প্যাকেজিং, ফটোগ্রাফি এবং প্রিন্ট কম্যুনিকেশন।
আগেই হয়ত লক্ষ করেছেন পড়াশোনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। অংশগ্রহনকারীকে সার্বক্ষনিক ছাত্র হতে হবে। একা অথবা গ্রুপ হিসেবে অংশ নেয়া যাবে। আমেরিকার খাতায় নিষিদ্ধ দেশ, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, সুদান বাদে অন্য যে কোন দেশ থেকে অংশ নেয়া যাবে।
এই প্রতিযোগিতার এটা দশম বর্ষ। সারা বিশ্বের ডিজাইনারদের উৎসাহ দেহার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিস্তারিত জানার জন্য ভিজিট করুন http://adaa.adobe.com/
No comments:
Post a Comment