December 22, 2009

ব্লু-রে ডিস্কে থ্রিডি ভিডিও Blu-ray goes 3D

ব্লু-রে ডিস্ক এসোসিয়েশন (বিডিএ) সম্প্রতি জানিয়েছে তারা ব্লু-রে থ্রিডি স্পেসিফিকেশন চুড়ান্ত করেছে। এর অর্থ এখন ঘরে বসেই থ্রিডি দেখার সুযোগ পাবেন। বর্তমানে থ্রিডি বিশেষ ব্যবস্থায় দেখতে হয়। এই প্রযুক্তিতে দুটি ফুল হাইডেফিনিশন ১০৮০পি ভিডিওকে দুই চোখের জন্য ব্যবহার করা হবে। এরফলে সাধারন ভিডিও থেকে ৫০ ভাগ বেশি যায়গা প্রয়োজন হবে।
কম্পাটিবিলিটির ক্ষেত্রে, ব্লু-রে থ্রিডি প্লেয়ার ব্যবহার করে এলসিডি, প্লাসমা অথবা অন্য যে কোন থ্রিডি কম্পাটিবল ডিসপ্লে ব্যবহার করা যাবে। সনির প্লেষ্টেশন থ্রি কে আপডেট করে নেয়া যাবে। যদি কোনটিই না থাকে তাহলে সাধারন প্লেয়ারে সাধারন ব্লু-রে হিসেবে (২ডি) কাজ করবে। এছাড়া থ্রিডি প্লেয়ারে আগের ২ডি ডিস্কগুলি কাজ করবে।
জানুয়ারীর কনজ্যুমার ইলেকট্রনিক্স শোতে আরো বিস্তারিত জানা যাবে বলে ধারনা করা হচ্ছে।

No comments:

Post a Comment