December 24, 2009

একেভিস ফটোশপ ফ্লাগ-ইন AKVIS Magnifier 3.0 Enlarges Images to High Resolution

ছোট ছবিকে বড় করলে তার মান নষ্ট হয়, এই স্বাভাবিক নিয়মের সাথেই আমরা পরিচিত। একেভিস এর নতুন প্লাগ-ইন ম্যাগনিফায়ার সম্পর্কে বলা হচ্ছে এটা বড় করার সময় বিশেষ গাণিতিক পদ্ধতিকে রেজ্যুলুশন বাড়িয়ে দেবে। যে ছবি পোষ্টকার্ড সাইজের তাকে পোষ্টারের সমান প্রিন্ট করা যাবে। ফটোশপের প্লাগইন হিসেবে ছাড়াও পৃথক সফটওয়্যার হিসেবেও এটা ব্যবহার করা যাবে।
ছবিকে বড় করার সময় এই সফটওয়্যার ছবির মানের বৈশিষ্টগুলি ঠিক রেখে ৩০০০০/৩০০০০ পিক্সেল রেজ্যুলুশন পর্যন্ত বৃদ্ধি করা যাবে, যা থেকে ১০০/১০০ ইঞ্চি ছবি অনায়াসে ৩০০ ডিপিআইট প্রিন্ট করা যাবে।
নতুন ভার্শনে ইন্টারফেসেও পরিবতর্ণ আনা হয়েছে, ৬৪ বিট সাপোর্ট যোগ করা হয়েছে। ইউন্ডোজ এবং ম্যাকে ফটোশপ ছাড়াও ফটোশপ এলিমেন্ট এর সাথে কাজ করবে।
আগের ভার্শনের ব্যবহারকারীরা বিনামুল্যে আপডেট করার সুযোগ পাবেন। এছাড়া ১০ দিন ব্যবহার উপযোগি ভার্শন বিনামুল্যে ডাউনলোড করা যাবে তাদের ওয়েবসাইট থেকে।

এটা ব্যবহারের জন্য টিউটোরিয়ালও রয়েছে তাদের ওয়েব সাইটে।

No comments:

Post a Comment