September 29, 2009

স্যামসাংএর ১২ মেগাপিক্সেল, ৩এক্স অপটিক্যাল জুম ক্যামেরা ফোন Samsung W880 with 3X Optical Zoom

এখন আর গুজব নেই, বাজারে ছাড়া হয়েছে স্যামসাং এর ১২ মেগাপিক্সেল ৩ এক্স অপটিক্যাল জুমের ক্যামেরা ফোন। সাথে জিনন ফ্লাশ এবং ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং। তবে একইসাথে ওয়াই-ফাই ইত্যাদির কথাও যদি শুনতে আশা করেন তাহলে নিরাশ হবেন। এতে শুধুমাত্র জিএসএম রয়েছে। এবং এটা বিক্রি হচ্ছে শুধুমাত্র দক্ষিন কোরিয়ায়।

যাই হোক না কেন এটা মোবাইল ফোনের জগতে যুগান্তকারী ঘটনা। বিশ্বের প্রথম ৩এক্স অপটিক্যাল জুম সহ ১২ মেগাপিক্সেল ক্যামেরা ফোন। এতে ট্রাই-ব্যান্ড জিএসএম এর সাথে থ্রিজি কানেকটিভিটি রয়েছে। ৩,৩ ইঞ্চি টাচস্ক্রিন AMOLED ডিসপ্লের এই ফোনে রয়েছে ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরী, টিভি টিউনার, ব্লুটুথ, মাইক্রো এসডি কার্ড স্লট, মাইক্রো ইউএসবি কানেকটিভিটি।

আবারও মনে করতে হচ্ছে, এটা শুধুমাত্র দক্ষিন কোরিয়ার জন্য। অনেকেই আশা করছেন বাকি বিশ্বের জন্য যে ভার্শন ছাড়া হবে তাতে টিভির বদলে ওয়াই-ফাই দেখা যাবে।

এর ক্যামেরা থেকে পাওয়া যে ষ্টিল ছবি এবং ভিডিও দেখা গেছে তা অত্যন্ত উচুমানের। ষ্টিল ক্যামেরায় জুম, নরমাল এবং ম্যাক্রো মোড সব যায়গায় অনায়াসে সাধারন ক্যামেরার সাথে প্রতিদ্বন্দিতা করতে পারে।

ধারনা করা হচ্ছে আগামী বছরের শুরুতে দক্ষিন কোরিয়ার বাইরে এটা বিক্রি শুরু হবে।

No comments:

Post a Comment