September 30, 2009

মোবাইলে হলিউডের মুভি mSpot streaming Hollywood movies to mobile phones

আমেরিকার মোবাইল এন্টারটেইনমেন্ট কোম্পানী এম-স্পট মোবাইল ফোনে হলিউডের পুরো মুভি ষ্ট্রিমিং এর ব্যবস্থা করেছে। এজন্য কোম্পানীটি প্যারামাউন্ট, ইউনিভার্শাল, উইনষ্টেইন ইত্যাদি কোম্পানীর সাথে চুক্তি করেছে। কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন, দি রিডার, দি সোলোইষ্ট ইত্যাদি একেবারে নতুন ছবি সহ ৩০০ এর অধিক ছবি এরই মধ্যে যোগ হয়েছে এতে। এবছরেই এই সংখ্যা কয়েক হাজারে পরিনত হবে বলে জানানো হয়েছে।

এম-স্পট জানিয়েছে ছবিগুলি আইফোন, ব্লাকবেরি, এন্ড্রয়েড ভিত্তিক ফোন ইত্যাদিতে ব্যবহার করা যাবে। এগুলি সাথেসাথে প্লে করা যাবে, যে কোন সময় থামিয়ে পুনরায় সেখান থেকে শুরু করা যাবে। তবে আপাতত এই সেবা শুধুমাত্র আমেরিকার মধ্যে সিমাবদ্ধ থাকবে।

উল্লেখ করা যেতে পারে এপলের আইটিউন থেকেও আইফোন এবং আইপড টাচ-এ মুভি ব্যবহার করা যায় তবে সেজন্য পুরো মুভি ডাউনলোড করে নিতে হয়।

একটি মুভির জন্য ৪.৯৯ ডলার নেয়া হতে পারে। ক্রেডিট কার্ডে এই টাকা দেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া ক্লাব মেম্বারশীপের ব্যবস্থাও রয়েছে।

এম-স্পট গত পাচ বছর ধরে এধরনের সেবা দিয়ে যাচ্ছে। মুভি ছাড়াও তারা গান এবং অন্যান্য বিনোদন সামগ্রী সরবরাহ করে।

No comments:

Post a Comment