August 31, 2009

প্যানাসনিকের ফ্লাশভিত্তিক নতুন ক্যামেরা Panasonic HDC-TM300

বছরখানেক আগে প্যানাসনিক হার্ডডিস্কভিত্তিক একটি উন্নতমানের ক্যামেরা বাজারে ছেড়েছিল, মডেল HDC-HS300 এখন তার ফ্লাশ মেমোরী ভিত্তিক ভার্শন বাজারে ছাড়া হল এর মডেল HDC-TM300 সব আলোতে নিখুত ভিডিও করার যে বৈশিষ্ট আগের মডেলে ছিল তার সবই অক্ষুন্ন রয়েছে এতে বরং হার্ডডিস্ক না থাকায় আকার এবং ওজন কমেছে, বর্তমান মডেলটি আরো সহজে হাতে ধরে ভিডিও করার উপযোগি

নতুন এই মডেলে ১২এক্স (৪৪.৯ - ৫৩৯ মিমি) অপটিক্যাল জুম সহ লেইকা লেন্স (৪ ৪৮ মিমি) তিনটি ১/৪.১ ইঞ্চি সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে আগের মডেলের সাথে অতিরিক্ত সুবিধে হিসেবে ম্যানুয়েল কন্ট্রোল লেন্স রিং, ভিউ ফাইন্ডার, এক্সেসরি সু ইত্যাদি যোগ করা হয়েছে

বর্তমানের সব ক্যামেরাতেই ষ্টিল ইমেজের ওপর বেশ গুরুত্ব দেয়া হয় এই ক্যামেরার ক্ষেত্রেও সেটা করা হয়েছে এর নেটিভ রেজুলুশন ৮ মেগাপিক্সেল, ইন্টারপোলেটেড ১০ মেগাপিক্সেল পর্যন্ত ব্যবহার করা যাবে ফটো সাইজ, এসপেক্ট রেসিও, কোয়ালিটি ইত্যাদি পরিবর্তনের সুযোগ রয়েছে এছাড়াও ষ্টি ক্যামেরার মত সেল্ফ টাইমার, বার্ষ্ট মোড, ফ্লাশ ব্যবহার ইত্যাদি ফিচার রয়েছে ষ্টিল ছবির মানও তুলনামুলক ভাল

অডিও রেকর্ডিং এর জন্য বিল্ট-ইন ৫.১ সারাউন্ড ডলবি ডিজিটাল মাইক্রোফোন রয়েছে এতে এছাড়াও পৃথক মাইক্রোফোন ব্যবহারের জন্য মাইক্রোফোন জ্যাক রয়েছে সাউন্ড রেকডিং মনিটর করার জন্য হেডফোন জ্যাকও রয়েছে অন্যান্য উল্লেখযোগ্য বিষয়ে মধ্যে রয়েছে টাইম ল্যাপস রেকর্ডিং, ৩ সেকেন্ড প্রি-রেকর্ড, অটো ফোকাস এসিষ্ট ল্যাম্প, ফেডার ইত্যাদি

ক্যামেরাটির দাম ১৩০০ ডলার

No comments:

Post a Comment