August 30, 2009

ভারত তাদের স্যাটেলাইটের সাথে যোগাযোগ হারিয়েছে India loses communication with lunar satellite

ভারত জানিয়েছে তারা তাদের চাদ অভিযানে ব্যবহৃত একমাত্র স্যাটেলাইটটির সাথে সব ধরনের যোগাযোগ হারিয়েছে। চাদের চারিদিকে প্রদক্ষিনরত এই উপগ্রহের ওপর তাদের বিজ্ঞানীদের কোন নিয়ন্ত্রন নেই। শনিবার থেকে চন্দ্রন-১ নামের এই মহাকাশযানের সাথে সব ধরনের রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একে ৩১২ দিন আগে মহাকাশে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে ৩,৪০০ বার চাদ প্রদক্ষিন করেছে।

ব্যাঙ্গালোরের ৩০ কিলোমিটার দক্ষি-পশ্চিমের যে ষ্টেশন থেকে একে নিয়ন্ত্রন করা হচ্ছিল সেখান থেকে তারা কোন সিগনাল পাচ্ছেন না। সেখান থেকে তাদের মুখপাত্র এস. সতিশ একথা জানান।

২০০৮ সালের অক্টোবরে বিশ্বে ৬ষ্ঠ দেশ হিসেবে ভারত এটি প্রেরন করে। আর আগে একাজ করতে সক্ষম হয়েছে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, জাপান এবং চীন।

এর আগে সমস্যা দেখা দিলেও তা বিজ্ঞানীরা ত্রুটিমুক্ত করতে সক্ষম হয়েছিলেন। ভারতের মহাকাশ পরিকল্পনায় রয়েছে ২০১১ সালে সংস্কৃত নামে একটি যান চন্দ্রপৃষ্ঠে নামানো।

No comments:

Post a Comment