August 31, 2009

কোর্সেয়ার নতুন হাইস্পিড মেমোরী Corsair launches 8/12GB high-speed memory kits for Core i5/i7 CPUs

ইন্টেলের Core i5 এবং Core i7 প্রসেসরের জন্য ৮ এবং ১২ গিগাবাইট মেমোরী মডিউল ঘোষনা করেছে। ডোমিনেটর নামের এই মডিউল আসলে ৪টি এবং ৬টি ২ গিগাবাইট মেমোরীর সমষ্টি। প্রথমটি ডুয়াল চ্যানেল আই-৫ প্রসেসরের জন্য এবং দ্বিতীয়টি ট্রিপল চ্যানেল আই-৭ প্রসেসরের জন্য। ৮ গিগাবাইট মডিউলে হিটসিংক ব্যবহার করা হবে এবং ১২ গিগাবাইট মডিউলের সাথে বাতাস চলাচলের জন্য ফ্যান থাকবে।

মডিউলদুটি যেভাবে সরবরাহ হবে সেটাই ভিন্ন, এছাড়া কারিগরী দিক থেকে কোন পার্থক্য নেই। এগুলি ১৬০০ মেগাহার্টজে কাজ করবে এবং সাধারন ১.৬৫ ভোল্ট ব্যবহার করবে।

এগুলির দাম জানানো হয়নি।

উল্লেখ করা যেতে পারে ডোমিনেটর নামে মেমোরী বাজারে যে পাওয়া যায় তাতে এতদিন হিটসিংক বা ফ্যান ব্যবহার হয়নি।

No comments:

Post a Comment