July 28, 2009

প্যানাসনিকের নতুন সুপারজুম ক্যামেরা Panasonic Lumix DMC FZ-35

প্যানাসনিক তাদের সবচেয়ে জনপ্রিয় সুপারজুম ক্যামেরা FZ-28 কে আপডেট করে FZ-35 নামে ছাড়ার ঘোষনা দিয়েছে। এতে ১০ মেগাপিক্সেল এর বদলে ১২ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। মেগা ওআইএস ইমেজ ষ্ট্যাবিলাইজেসনকে পরিবর্তন করে নতুন পাওয়ার ওআইএস ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে। এতে ষ্ট্যাবিলাইজেশন ক্ষমতা দ্বিগুন হবে বলে জানানো হয়েছে।

তবে লেইকা ব্রান্ডের ১৮এক্স জুম আগের মতই রাখা হয়েছে।

নতুন মডেলে ফেস ডিটেকসনও আপডেট করা হয়েছে। এখন তিনটি ফেসকে চিহ্নিত করে নাম ব্যবহার করা যাবে। মাই কালার মোড নামে নতুন একটি সেটিংএ ব্যবহারকারী নিজের পছন্দমত কালার, ব্রাইটনেস এবং স্যাচুরেশন সেভ করে রাখতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে কুইকটাইমের সাথে এভিসি কোডেক ব্যবহার করা যাবে।

অন্যান্যদের মধ্যে ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার, ২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ইউএসবি/এইচডি কানেকটিভিটি, এসডি/এসডিএইচসি কার্ড সাপোর্ট এগুলি আগের মতই রয়ে গেছে।

এর দাম আগের মডেলের মতই ৪০০ ডলার রাখা হয়েছে। সেপ্টেম্বর থেকে ক্যামেরাটি দোকানে পাওয়া যাবে।

No comments:

Post a Comment