July 16, 2009

ভারতে নোকিয়ার অনলাইন গানের দোকান Nokia’s India Music Store

নোকিয়া ভারতে তাদের অনলাইন গানের দোকান পরীক্ষামুলকভাবে চালু করেছে। যারা নোকিয়ার হ্যান্ডসেট বা অন্য কোন পন্য কিনবেন তারা তাদের ভাওচারের বিপরীতে এই সাইট থেকে ডাউনলোডের সুযোগ পাবেন। এবছরই সাধারন ক্রেতাদের জন্য সেবা চালু করা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

টাকার বিনিময়ে ডাউনলোডের ক্ষেত্রে অনলাইনে টাকা দেয়ার ব্যবস্থা থাকতে হয়। ভারতের নিয়ম অনুযায়ী ভারতীয় কোন সহযোগি প্রতিস্ঠান এরসাথে জড়িত থাকলে তবেই অনলাইনে লেনদেন করা যায়। এজন্য নোকিয়াকে অপেক্ষা করতে হবে তাদের ব্যবসায়িক পার্টনার এইচসিএল ইনফোসিষ্টেমস এর অনলাইন লেনদেন ব্যবস্থা চালুর জন্য। বর্তমানে বিভিন্ন মোবাইল সেবা প্রতিস্ঠান সহ অনেকেই অনলাইনে মিউজিক বিক্রির ব্যবসা করছে।

নোকিয়া এরই মধ্যে ভারতের বড়বড় মিউজিক কোম্পানী, যেমন টি-সিরিজ, টাইমস মিউজিক, ইউনিভার্সাল মিউজিক ইন্ডিয়া এদের সাথে চুক্তি করেছে।

No comments:

Post a Comment