July 24, 2009

ফুজিফিল্মের সুপারজুম ক্যামেরা Fujifilm Finepix s200 EXR

ফুজিফিল্ম তাদের পুরস্কার পাওয়া সুপারজুম ক্যামেরাকে আপডেট করে ইএক্সআর টেকনোলজিতে এনে বাজারে ছেড়েছে অনেকগুলি কারনে এই ক্যামেরাটি বিশেষভাবে উল্লেখযোগ্য এটা একমাত্র ক্যামেরা যেখানে এসএলআরের মত জুম রিং ব্যবহার করা হয়েছে এএক্সআর সুপার সিসিডি সেন্সর ব্যবহারের ফলে এতে সিসিডি-র (ইএক্সআর) পাওয়া যাবে, এছাড়া তিনটি ব্যাকলাইট মোডে জেপেগ ক্যাপচার করা যাবে ১৪.৩ এক্স জুমের (৩০.৫ মিমি ৪৩৬ মিমি) এই ক্যামেরা ১২ মেগাপিক্সেল ছবি উঠাতে পারবে

এই ক্যামেরার প্রো-ফোকাস মোডে ছবি উঠানোর সময় কয়েকটি ছবি উঠিয়ে সেগুলিকে একত্রিত করে একটি ছবি তৈরীর ব্যবস্থা রয়েছে ফলে ছবি হবে স্পষ্ট এছাড়া প্রো-লোলাইট মোডে অল্প আলোতে ছবি উঠানোর সময় হাই আইএসওকে তোলা কয়েকটি ছবিকে একত্রিত করে মুল ছবি পাওয়া যাবে, ফলে কম আলোর জন্য যে নয়েজ থাকে তা দুর করা সম্ভব হবে

এতে ৫টি ফিল্ম সিমুলেশন মোড রয়েছে ব্যাটারীর কার্যক্ষমতা আগের এস১০০এফএস থেকে ৫০% বাড়ানো হয়েছে

ফুজিনন লেন্স এবং ক্যামেরার গঠন একে উচু মানের এসএলআরের সমকক্ষ করেছে এতে কোন সন্দেহ নেই এর এপারচার ২.৮ পর্যন্ত ব্যবহার করা যাবে

এই ক্যামেরার ফ্লাশকে বলা হচ্ছে সুপার ইন্টেলিজেন্ট ফ্লাশ এটা সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড সব যায়গায় সমানভাবে আলো ফেলতে সক্ষম স্থির ছবি উঠানোর জন্য ডুয়াল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের সিন মোডের সাথে সব ধরনের ম্যানুয়েল কন্ট্রোলের ব্যবস্থা তো আছেই

ভিডিও করার সময় অপটিক্যাল জুম ব্যবহার করা যাবে অপটিক্যাল জুমের সাথে ২এক্স ডিজিটাল জুম রয়েছে এর দাম ৬০০ ডলার।

No comments:

Post a Comment