July 17, 2009

চীনের ইন্টারনেট ব্যবহারকারী আমেরিকার জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে

চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার আমেরিকার মোট জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে। সরকারী তথ্য অনুযায়ী বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে ব্যবসার পরিমান বিপুল পরিমানে বেড়েছে। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৩ কোটি ৮০ লক্ষ।

সবচেয়ে বেশি ব্যবহারের তালিকায় রয়েছে মেসেজ বোর্ড, সোস্যাল সাইট এবং অন্যান্য বিনোদনমুলক সাইট। ছয় মাস আগের তুলনায় ইন্টারনেটে ভিডিও দেখার পরিমান বেড়েছে ১০ শতাংশ। শতকরা ২৫ ভাগের বেশি ইন্টারনেটে কেনাকাটা করে। ওয়েব সাইটের দিক থেকেও চীন বিশ্বে এক নম্বরে। তাদের .cn ব্যবহার করা ওয়েব সাইটের সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ।

মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ৫০ লক্ষ। প্রায় সকলেরই ব্রডব্যান্ড ব্যবহারের সুযোগ রয়েছে এবং এদের ২৫ শতাংশ থ্রিজি ব্যবহারে আগ্রহী। বলা হচ্ছে থ্রিজির ইচ্চ মুল্যের কারনে মানুষ এতে ততটা আগ্রহি হচ্ছে না।

এই বিশাল সংখ্যার পরও জনসংখ্যার অনুপাতে তা ২৫ শতাংশ।

No comments:

Post a Comment