June 25, 2009

পেনট্যাক্সের ওয়াটারপ্রুফ ক্যামেরা Pentax Optio W80

পেনট্যাক্স জানিয়েছে তাদের তৈরী নতুন ক্যামেরা Optio W80 এযাবতকালের সবচেয়ে ভাল ওয়াটারপ্রুফ, শকপ্রুফ, ডাষ্টপ্রুফ, ওয়েদারপ্রুফ ক্যামেরা ১৬ ফুট পানির নিচে ২ ঘন্টা কাজ করলেও এই ক্যামেরার কোন ক্ষতি হবে না তেমনি ক্ষতি হবে না ধুলাবালি লেগে, কিংবা হাত থেকে পড়ে গেলে প্রচন্ড ঠান্ডায় বরফের মধ্যেও এটা ঠিকভাবে কাজ করবে ১২.১ মেগাপিক্সেল, ৫ এক্স অপটিক্যাল জুমের এই ক্যামেরা বাজারে পাওয়া যাবে জুলাই থেকেই

এই ক্যামেরায় ২.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে এসডি/এসডিএইচসি কার্ড ছাড়াও রয়েছে ৩৩.৭ মেগাবাইট ইন্টারনাল মেমোরী। নিজস্ব লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারীতে এটা কাজ করবে ৯ পয়েন্ট কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাস, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডি সহ এই ক্যামেরার দাম হবে প্রায় ৩০০ ডলার

৫ এক্স অপটিক্যাল জুম ছাড়াও এতে ৬.২৫ এক্স ডিজিটাল জুম রয়েছে ৩টি ভিন্ন ভিন্ন রঙে এই ক্যামেরা পাওয়া যাবে

No comments:

Post a Comment