June 13, 2009

ক্যাসিওর সুপারজুম ক্যামেরা Casio EXILIM EX-H10 Superzoom

পকেট সুপারজুম ক্যামেরার প্রতিযোগিতায় এবার যোগ দিয়েছে ক্যাসিও তাদের অত্যন্ত জনপ্রিয় সুপারজুম ক্যামেরা এইচ-২০ এর পকেটে রাখা ভার্শণ এইচ-১০ ছাড়ার ঘোষনা দিয়েছে তারা অনেকগুলি কারনে এটি অন্যদের থেকে এগিয়ে এর আকার অন্যদের চেয়ে ছোট, পুরুত্ব মাত্র ১ ইঞ্চি ওজন ১৬৪ গ্রাম এই আকারের ১২.১ মেগাপিক্সেল ক্যামেরা, সাথে ১০ এক্স অপটিক্যাল এবং ৪ এক্স ডিজিটাল জুম, হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং করার সুবিধে এসব ক্রেতাকে আকৃষ্ট করতেই পারে

যারা ভ্রমনের সময় এই ক্যামেরা সাথে রাখতে চান তাদের জন্য আরো সুবিধা রয়েছে এতে কাষ্টম লিথিয়াম আয়ন ব্যাটারীতে এক চার্জে ১০০০ ছবি উঠানো যাবে যা অন্য যে কোন ক্যামেরার তুলনায় অন্তত ৩ গুন বেশি এর ওয়াইড এঙ্গেল ২৪ মিমি, ফলে গ্রুপছবি উঠানোর জন্য আপনাকে পিছনে সরতে হবে না ২৪০ মিমি টেলিলেন্সে অনায়াসে বহুদুরের ছবি উঠানো যাবে

অন্যান্য পকেটসুপারজুমের মত এতেও ভিউফাইন্ডার নেই তবে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে ৬৪ থেকে ৩২০০ পর্যন্ত আইএসও ব্যবহার করা যাবে কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাসের সাথে ফেস ডিটেকশন টেকনোলজী ব্যবহার করা যাবে এতে ১১২টি সিনমোড রয়েছে যারা ক্যাসিওর অন্য ক্যামেরা সম্পর্কে জানেন তারা এর কন্টিনিউয়াস শ্যুটিং সম্পর্কে জানতে আগ্রহি হবেন এতে সেকেন্ডে ১০টি পর্যন্ত ছবি উঠানো যায় ভিডিও রেকর্ডিংএর ক্ষেত্রে হাই-ডেফিনিশন ছাড়া আরো দুটি রেজ্যুলেশনে এবং সরাসরি ইউটিউব ফরম্যাটে রেকর্ড করা যাবে

এর ইন্টারনাল মেমোরী ৩৫.৭ মেগাবাইট সেইসাথে এসডি/এসডিএইচসি কার্ড ব্যবহার করা যাবে জুলাই থেকেই আকর্শনীয় এই ক্যামেরাটি দোকানে পাওয়া যাবে দাম ৩০০ ডলারের কাছাকাছি

No comments:

Post a Comment