June 19, 2009

পাইরেসির জন্য ২০ লক্ষ ডলার জরিমানা

ইন্টারনেট থেকে ২৪টি গান ডাউনলোড করার জন্য ৩২ বছর বয়সী একজন মার্কিন মহিলার প্রায় ২০ লক্ষ ডলার (১.৯২ মিলিয়ন) জরিমানা করা হয়েছে মিনেসোটার জেমি থমাস রসেট নামের এই মহিলার বিরুদ্ধে কাজা সফটওয়্যার ব্যবহার করে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে এই গান ডাউনলোডের অভিযোগ আনা হয়েছে বিচারক ৫ ঘন্টারও কম সময়ের বিচারে এই রায় দিয়েছেন

আদালতের রায় অনুযায়ী রসেটকে প্রতিটি গানের জন্য ৮০,০০০ ডলার করে মোট ৬টি রেকর্ড কোম্পানীকে দিতে হবে বিচারক তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন কাজার মাধ্যমে সে লক্ষ লক্ষ মানুষের কাছে এগুলি পৌছে দেয়ার ব্যবস্থা করেছে

পাইরেসির এই মামলাগুলি পরিচালনা করে রেকর্ডি ইন্ডাষ্ট্রি এসোসিয়েশন অব আমেরিকা নামের একটি প্রতিষ্ঠান হাজার হাজার ডাউনলোডকারীর নামে তারা এধরনের মামলা করেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ৩ থেকে ৫ হাজার ডলারের মধ্যে সমঝোতা হয়েছে ২০০৩ থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫০০০ জনের নামে মামলা করা হয়েছে রসেট প্রথম ব্যক্তি যিনি এই সমঝোতা মানতে অস্বিকৃতি জানিয়েছেন

উল্লেখ করা যেতে পারে রসেটকে আগেও একই অভিযোগে আদালতে যেতে হয়েছে ২০০৭ এর অক্টোবরে এক রায়ে তাকে ২,২০,০০০ ডলার জরিমানা দিতে বলা হয়েছিল তবে তখন জুরির প্রধান এই রায়কে সামঞ্জস্যহীন বলে বাতিল করেছিলেন

No comments:

Post a Comment