May 21, 2009

পেনটাক্সের নতুন ক্যামেরা Pentax K-7

পেনটাক্স তাদের ডিজিটাল এসএলআর কে২০-ডি কে আরো উন্নত করে কে-৭ নামে বাজারে ছেড়েছে অনেকগুলো ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে বার্ষ্ট মোডে সেকেন্ডে ৫ এর অধিক ছবি উঠানো যাবে ইমেজ কারেকসন, ডাষ্ট রিডাকসন, অধিক সাটার স্পিড (১/৮০০০), ভিউ ফাইন্ডার একুরেসি, এসসিডি বড় এবং বেশি রেজুলুশন ইত্যাদির সাথে ৩০ফ্রেম/সে হাই-ডেফিনিসন ভিডিও করার সুবিধা এবং হাই-ডেফিনিশন আউটপুটও যোগ করা হয়েছে হাই ডায়নামিক রেঞ্জ নামে বিশেষ পদ্ধতিতে ৩টি ছবি উঠিয়ে ক্যামেরাতেই সেগুলিকে একত্রিত করে নিখুত ছবি তোলার ব্যবস্থা রাখা হয়েছে

পেনটাক্সে ক্যামেরাগুলি সবসময়ই বিরুপ আবহাওয়ার উপযোগি করে তৈরী একে আগের চেয়েও ইন্নত করা হয়েছে একমাত্র অত্যন্ত দামি প্রফেশনাল ক্যামেরায় এধরনের প্রোটেকসন দেখা যায় ম্যাগনেসিয়াম এলয় চেসিসে ছাড়াও এর লেন্সও বিরুপ আবহাওয়া থেকে রক্ষার উপযোগি আবরন দেয়া

এতে ১৪.৪ মেগাপিক্সেল সিমোস সেন্সর ব্যবহার করা হয়েছে এতে এসডি/এমএমসি কার্ড ব্যবহার করা যাবে ১১ পয়েন্ট অটোফোকাস আগের অন্যান্য মডেল থেকে উন্নত শেক রিডাকসন এর সাহায্যে যেকোন নড়াচড়ার ফলে থেকে ছবির বিচ্যুতি থেকে রক্ষা করবে

জুলাই থেকেই ক্যামেরাটি দোকানে পাওয়া যাবে লেন্স বাদে শুধু বডির দাম ১,২৯৯ ডলার একই সময়ে দুটি আবহাওয়ারোধক লেন্সও ছাড়া হবে, একটি ১৮-৫৫ মিমি দাম ২০০ ডলার, অপরটি ৫০-২০০ মিমি দাম ২৫০ ডলার

No comments:

Post a Comment