August 3, 2012

উইন্ডোজ ৮ ওইএম ভার্শন


হার্ডঅয়্যার নির্মাতাদের জন্য উইন্ডোজ ৮ এর ওইএম বার্শন রিলিজ দিচ্ছে মাইক্রোসফট। এটা উইন্ডোজ ৮ এর ফাইনাল ভার্শন যা বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে।
সফটঅয়্যার নির্মাতারা ১৫ আগষ্ট থেকে আরটিএম ভার্শন ডাউনলোডের সুযোগ পাবেন। আগষ্টের ২০ তারিখে একশন প্যাক সরবরাহকারীরা এটা পাবেন। পাইকারী ক্রেতারা পাবেন সেপ্টেম্বরের ১ তারিখে।
আর সাধারন ব্যবহারকারীরা উইন্ডোজ ৮ পাবেন অক্টোবরের ২৬ তারিখে।

August 1, 2012

মাইক্রোসফটের হটমেইল এখন আউটলুক


মাইক্রোসফট তাদের ইমেইল ব্যবস্থা হটমেইলকে আউটলুক নামে রুপান্তর করেছে। এতে আনা হয়েছে নতুন মেট্রো ইউজার ইন্টারফেস। আগের হটমেইল ব্যবহারকারীরা হটমেইল থেকে আউটলুকে ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
নতুন ইন্টারফেসের প্রধান বৈশিষ্ট এটা অত্যন্ত পরিচ্ছন্ন। প্রয়োজনীয় বিষয়গুলির বাইরে কিছু রাখা হয়নি। নতুন একটি মোবাইল ভার্শনও চালূ করা হয়েছে। আগামীতে এরসাথে স্কাইপ যোগ করার কথা রয়েছে।

July 30, 2012

উইন্ডোজ ৮ এবং সারফেস ট্যাবলেট আসবে ২৬ অক্টোবর


মাইক্রোসফট জানিয়েছে তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৮ এবং এটা ব্যবহার করে ট্যাবলেট সারফেস রিলিজ দেয়া হবে অক্টোবরের ২৬ তারিখে। এতদিন ধারনা করা হচ্ছিল ট্যাবলেটটি বাজারে আনা হবে উইন্ডোজ বাজারে আসার পর।
ট্যাবলেটটি মাইক্রোসফট নিজে ডিজাইন করেছে কিনা বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি। দুধরনের সারফেস ট্যাবলেট তৈরী করা হবে। একটি আরম প্রসেসর ভিত্তিক, চলবে উইন্ডোজ আরটি অপারেটিং সিষ্টেমে, অপরটি আইভি ব্রিজ প্রসেসর ভিত্তিক, চলবে উইন্ডোজ ৮ ব্যবহার করে। দ্বিতীয়টির নাম সারফেস প্রো। সারফেসে ১০.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং সারফেস প্রোতে ফুল এইচডি ডিসপ্লে থাকবে।

July 29, 2012

সফটঅয়্যারের নিরাপত্তা জোরদার করতে মাইক্রোসফটের ব্লু হ্যাট পুরস্কার


একদিকে লাস ভেগাসে একসাথে হয়েছে হ্যাকাররা, অন্যদিকে তাদের সফটঅয়্যারে আক্রমন ঠেকানোর পদ্ধতি আবিস্কারের জন্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষনা করেছে মাইক্রোসফট। প্রথম পুরস্কার ২ লক্ষ ডলার দেয়া হয়েছে ভ্যাসিলিস পাপাস নামের একজন ছাত্রকে।
ব্লু হ্যাট নামের এই প্রতিযোগোগিতার এটা ছিল প্রথম আয়োজন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ব্লু হ্যাট প্রতিযোগিতার থেকেও বড় কিছু। এখানে বিভিন্ন যায়গার ব্যক্তিরা একসাথে হয়ে নিজেদের সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পান।

July 25, 2012

ক্যানন মিররলেস এপিএস-সি সেন্সর ক্যামেরা


নাইকন, প্যানাসনিক, অলিম্পাস, সনি, স্যামসাং এদের প্রত্যেকেরই রয়েছে লেন্স পরিবর্তনযোগ্য ডিজিটাল এসএলআর সেন্সরের ছোট ক্যামেরা। ক্যানন যোগ দিচ্ছে এই দলে। তারা ইওস-এম নামে মিররলেস ক্যামেরায় এপিএস-সি সেন্সর ব্যবহার করছে।
ক্যামেরাটি দেখতে এধরনের অন্যান্য ক্যামেরার মতই। ১৮ মেগাপিক্সেল হাইব্রিড সিমোস সেন্সর অনেকটা সনির ক্যামেরার মত। এতে কম আলোতেও ডিজিটাল এসএলআর মানের ছবি পাওয়া যাবে।

July 13, 2012

চশমা ছাড়া থ্রিডি টিভির নতুন প্রযুক্তি তৈরী করেছে এমআইটি


থ্রিডি-টিভি বাজারে এসেছে অনেকদিনই হয়ে গেছে। এরপরও সবার কাছে জনপ্রিয় হয়নি বেশ কয়েকটি কারনে। সত্যিকারের থ্রিডি দেখতে হলে চশমা ব্যবহার করতে হয়, দেখতে হয় নির্দিষ্ট যায়গায় বসে। থ্রিডি হিসেবে দেখা গেলেও সত্যিকারের সিনেমার মজা পাওয়া যায় না। এমআইটি মিডিয়া ল্যাবের ক্যামেরা কালচার গ্রুপ নতুন এক প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান দিতে চেষ্টা করছে।
এর প্রথম বৈশিষ্ট এরসাথে চশমা ব্যবহার করতে হবে না। এতে মাল্টিপল পারস্পেকটিভ থ্রিডি দেখা যাবে। সম্ভবত সবচেয়ে বড় বৈশিষ্ট এতে ব্যবহার করা হবে কমদামী এলসিডি প্রযুক্তি।

ফ্রিল্যান্সিং সাইট স্ক্রিপ্টল্যান্স এখন ফ্রিল্যান্সারের অংশ


ফ্রিল্যান্সিং সাইট স্ক্রিপ্টল্যান্সকে কিনে নিয়েছে ফ্রিল্যান্সার নামের তুলনামুলক প্রতিষ্ঠিত সাইট। সেখানকার একাউন্ট, জমা অর্থ, কাজ সবকিছুই সেখানে স্থানান্তর করা হচ্ছে। কাজেই ব্যবহারকারীরা এরপর থেকে মুলত ফ্রিলান্সারের সদস্য হিসেবে পরিচিত হবেন।

July 4, 2012

ফায়ারফক্স বাদ দিয়েছে গুগল

গুগলের ব্লগিং ব্যবস্থা ব্লগার (ব্লগস্পট) ব্যবহারকারীদের জন্য ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের সুযোগ বন্ধ করেছে গুগল। ফায়ারফক্স ব্যবহার করে তাদের ড্যাসবোর্ড ওপেন করা যাবে না। এখন বাধ্যতামুলকভাবে তাদের নিজস্ব ব্রাউজার ক্রোম ব্যবহার করতে হবে।

July 2, 2012

বিশ্বের সবচেয়ে দ্রততার গ্রাফিক্স কার্ড AMD Radeon HD 7970 GHz Edition


গতবছর এএমডি-র এইচডি ৭৯৭০ ছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এক প্রসেসর বিশিষ্ট গ্রাফিক্স কার্ড। এরপর এনভিডিয়া তাদের জিটিএক্স ৬৮০ এনে তাদেরকে পেছনে ফেলে। এএমডি আবারো শীর্ষে উঠে এসেছে তাদের ৭০৯০ এর গিগাহার্টজ এডিশনের মাধ্যমে।

June 28, 2012

গুগলের Nexus 7 ট্যাবলেট


গুগল নেক্সাস ৭ নামে ৭ ইঞ্চি একটি এন্ড্রয়েড ট্যাবলেটের ঘোষনা দিয়েছে। তাইওয়ানের কোম্পানী আসুসের মাধ্যমে তৈরী এই ডিভাইসের দাম  ১৯৯ ডলার, ৮ গিগাবাইট মডেল। এরই মধ্যে অনলাইনে অর্ডার নেয়া শুরু হয়েছে বৃটেন, কানাডা এবং অষ্ট্রেলিয়ায়।
যতদুর জানা গেছে এর অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড ৪.১ জেলি বিন। এতে জিমেইল ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইউটিউব, গুগল +, ক্রোম ব্রাউজার ইত্যাদি থাকবে।

June 23, 2012

কোয়াড কোর প্রসেসর নিয়ে LG Optimus 4X HD এন্ড্রয়েড স্মার্টফোন


এলজি অপটিমাস ৪এক্স এইচডি ফোনকে বর্তমানের সবচেয়ে শক্তিশালি ফোনের অন্যতম বললে কম বলা হয় না। এতে রয়েছে কোয়াড কোর টেগরা ৩ প্রসেসিং, সত্যিকারের এইচডি-আইপিএস ডিসপ্লে এবং এন্ড্রয়েড ৪.০.৩।
কোনদিকেই ছাড় দেয়া হয়নি এই সেটে। ১৬ গিগাবাইট অনবোর্ড মেমোরী, মাইক্রোসএসডি কার্ড স্লট, ফ্লাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্লুটুথ ৪.০, ২১৪০ মিলিএম্পিয়ারআওয়ার ব্যাটারী।

June 22, 2012

এসিটিএ বাতিল করল ইন্টারন্যাশনাল ট্রেড কমিটি


এন্টি কাউন্টারফিটিং ট্রেড এগ্রিমেন্ট বা এসিটিএ নামের চুক্তির বিপক্ষে রায় দিয়ে আইটিসি। ভোটাভুটিতে বিপক্ষে ১৯, পক্ষে ১২ ভোটের মাধ্যমে বিতর্কিত এই আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। এখন এর ভবিষ্যত নির্ভর করছে ইউরেপিয়ান পার্লামেন্টের হাতে।

June 15, 2012

উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট আনছে মাইক্রোসফট


মাইক্রোসফট নিজেই উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট আনতে যাচ্ছে। পরিচয় প্রকাশ না করে একটি সুত্র জানিয়েছে আগামী সোমবার মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে একথা জানাবে।
বর্তমানে ট্যাবলেটের বাজারে জোর প্রতিযোগিতা এপল আইপ্যাড এবং গুগল এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম ভিত্তিক ট্যাবলেটের। এন্ড্রয়েড বিনামুল্যের হলেও উইন্ডোজ ব্যবহারের জন্য নির্মাতাকে ৮৫ ডলার দিতে হবে। মাইক্রোসফট নিজেই হার্ডঅয়্যার তৈরী করে আরো বেশি আয়ের দিকে যেতে চায়।

এপলের সফটঅয়্যার ৩ হাজার কোটি ডাউনলোড, নির্মাতারা পেয়েছেন ৫০০ কোটি ডলার


এপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন এপলের আইওএস এপ ষ্টোর থেকে সফটঅয়্যারের ডাউনলোডের সংখ্যা ৩ হাজার কোটির মাইলফলক ছাড়িয়েছে। সেখানে সফটঅয়্যার রয়েছে সাড়ে ৬ লক্ষের বেশি, এদের মধ্যে আইপ্যাডের জন্য বিশেষভাবে তৈরী সফটঅয়্যার সোয়া ২ লক্ষ।

June 13, 2012

টাচস্ক্রিন সহ ক্যাননের নতুন ডিজিটাল এসএলআর ক্যামেরা Canon T4i


ক্যানন তাদের জনপ্রিয় ডিজিটাল রেবেল এসএলআর ক্যামেরার নতুন মডেল ঘোষনা করেছে। টি৪আই বা ইওস ৬৫০ডি নামের এই ক্যামেরায় বেশকিছু বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ডিজিটাল রেবেল সিরিজের মধ্যে এই ক্যামেরায় প্রথম ডিজিক ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, প্রথমবারের মত টাচস্ক্রিন ডিসপ্লে আনা হয়েছে।
এর সেন্সর আগের মডেলের মত ১৮ মেগাপিক্সেল। নতুন ফিচারের মধ্যে এতে যোগ করা হয়েছে অন-চিপ ফেজ পিটেকশন অটোফোকাস ব্যবস্থা। তাদের আরো উন্নত মানের ৬০ডি মডেলের সাথে এবিষয়ে মিল রয়েছে।

June 6, 2012

মোজিলা ফায়ারফক্স ১৩


বড় ধরনের পরিবর্তন নিয়ে বাজারে এসেছে ইন্টারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্স ১৩। প্রথমেই উল্লেখ করতে হয় এর একেবারে নতুন ষ্টার্ট পেজ এর কথা। ডাউনলোড, বুকমার্ক, হিষ্টরি ইত্যাদি একেবারে সহজে ব্যবহারের সুযোগ আনা হয়েছে।
কোন পেজকে নতুন ট্যাবে ওপেন করলে ক্রোম কিংবা অপেরার মত বেশি ভিজিট করা পেজগুলির দেখা পাওয়া যাবে। অবশ্য খুব সহজেই এটা বাদ দেয়ার ব্যবস্থা রয়েছে।

June 4, 2012

এসারের উইন্ডোজ ৮ ভিত্তিক নোটবুক, ট্যাবলেট


কমপিউটেক্স নামের প্রযুক্তি মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫ জুন।  তার আগেই কয়েকটি উইন্ডোজ ৮ ভিত্তিক পন্যের কথা জানিয়েছে এসার।
শুরুতেই উল্লেখ করতে হয় এসার এস্পায়ার এস৭ নামের আলট্রাবুক এর কথা। বলা হচ্ছে এগুলি বিশ্বের সবচেয়ে পাতলা এবং হালকা ফুল এইচডি টাচ আলট্রাবুক। ১৩.৩ এবং ১১.৬ ইঞ্চি এই দুটি মাপে পাওয়া যাবে এই নোটবুক।
কানেকটিভিটির দিক থেকে ইউএসবি ৩.০, থান্ডারবোল্ট, মাইক্রো এইচপিএমআই, মাইক্রো এসডি কার্ড স্লট এসব থাকবে।

June 2, 2012

সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০১৩


সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি এওয়ার্ড নামে বিশ্বের অন্যতম সেরা ফটোগ্রাফি প্রতিযেগিতার জন্য ছবি নেয়া শুরু হয়েছে। এর আয়োজন করে ওয়ার্ল্ড ফটোগ্রাফি অর্গানাইজেশন নামের প্রতিস্ঠান।
পেশাদারদার জন্য প্রতিযোগিতা ছাড়াও সকলের জন্য উন্মুক্ত বিভিন্ন বিভাগে অংশ নেয়ার সুযোগ রয়েছে। ১৮ থেকে ২৮ বয়সের ছাত্রদের জন্য, ২০ বছরের নিচের বয়সিদের জন্য বিশেষ বিভাগ, ফটোগ্রাফিতে থ্রিডি প্রযুক্তি ব্যবহারের জন্য বিশেষ পুরস্কার এবং ভিডিওর জন্যও আলাদা পুরস্কার রয়েছে। ছবি জমা দেয়ার শেষ তারিখ ৪ জানুয়ারী, ২০১৩। পেশাদার ফটোগ্রাফারদের প্রতিযোগিতার সেরা পুরস্কার ২৫ হাজার ডলার। এপ্রিলে লন্ডনের এক অনুষ্ঠানের মাধ্যমে সেটা দেয়া হবে।

June 1, 2012

গুগলের ক্রোম অপারেটিং সিষ্টেমের প্রথম পিসি Chromebox


ক্রোম অপারেটিং সিষ্টেম ব্যবহার করা প্রথম পিসি ক্রোমবক্সে রিলিজ দিয়েছে গুগল। ক্লাউডভিত্তিক এই দেখতে সাধারন ডেস্কটপ পিসির মত, সাথে নিজস্ব মাউস, কিবোর্ড এবং মনিটর ব্যবহার করা যাবে।
যারা দীর্ঘ সময় পিসির সামনে কাটান তাদের কাছে এটা ইন্টারনেট ব্যবহারের মতই মনে হবে। গতবছর মে মাসে ক্রোমবুক ব্যবহারের জন্য দেয়া হলেও খুব একটা সাড়া তুলতে পারেনি। এরচেয়ে ট্যাবলেটের দিকে মানুষ আগ্রহ বেশি দেখিয়েছে।

উইন্ডোজ ৮ এর রিলিজ প্রিভিউ


রিলিজ প্রিভিউ নামে উইন্ডোজ ৮ এর নতুন একটি ভার্শন ডাউনলোডের জন্য দেয়া হয়েছে। ফাইনাল ভার্শনের আগে রিলিজ ক্যান্ডিডিট নামে আরেকটি ভার্শন রিলিজ দেয়া বাকী আছে।
উইন্ডোজ ৮ এর প্রধান বৈশিষ্টগুলির মধ্যে রয়েছে মাল্টিটাচ টাচপ্যাড ব্যবহারের সুবিধে। এপল অনেকদিন ধরে এটা ব্যবহার করলেও উইন্ডোজের ক্ষেত্রে এটা নতুন প্রযুক্তি। ল্যাপটপের টাচপ্যাড ব্যবহার করে ৩ আঙুল ব্যবহার করে ডান-বাম সহ জুম করা যাবে।

ইন্টেল কোর আই-৭ প্রসেসরে ওভারক্লক ব্যবহার করে ৭.০৩২ গিগাহার্টজ রেকর্ড ছুয়েছে। এরসাথে ব্যবহার করা হয়েছে গিগাবাইট মাদারবোর্ড। প্রসেসর, মাদারবোর্ড, ডিডিআর৩ মেমোরী সকলের জন্যই এটা নতুন রেকর্ড।

May 31, 2012

ক্লিক করে আয়ের কয়েকটি বিস্বস্ত সাইট


ক্লিক করে আয় বা পিটিসি ইন্টারনেটে আয়ের অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি। এর সুবিধে হচ্ছে এজন্য কোন বিষয়ে দক্ষতা প্রয়োজন হয় না যেমনটা প্রয়োজন হয় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সময়। এমনকি ডাটা এন্ট্রি কাজ করার সময়। আর অসুবিধে হচ্ছে এভাবে আয় খুব কম, কখনো কখনো যতটুকু সময় ব্যয় করতে হয় তার সমপরিমান ইন্টারনেট খরচও পাওয়া যায় না, কোন কোন কোম্পানী আদৌ টাকা দেয় না।
এতসব সমস্যার মধ্যেও কিছু পিটিসি সাইট সুনামের সাথে কাজ করছে। এখানে এধরনের কয়েকটি সাইটের পরিচিতি তুলে ধরা হচ্ছে।

May 29, 2012

এলজি মোবাইলফোনে ফুল হাই-ডেফিনিশন ডিসপ্লে


মোবাইলফোনের জন্য প্রথমবারের মত ফুল হাই ডেফিনিশন (১৯২০-১০৮০ পিক্সেল) ডিসপ্লে তৈরী করেছে কোরিয় নির্মাতা এলজি। এর পিক্সেল ডেনসিটি ৪৪০ পিপিআই, বর্তমানের যে কোন ডিসপ্লে থেকে অনেক বেশি।
এর নাম দেয়া হয়েছে এডভান্সড হাই পারফরমেন্স ইন-ফেজ সুইচিং বা এএইচ-আইপিএস এলসিডি। এই একই প্রযুক্তি তারা আগে ব্যবহার করেছে তাদের এলসিডি প্যানেলে।

May 28, 2012

পাইরেসির সবচেয়ে বড় শিকার মাইক্রোসফট


ইন্টারনেটে পাইরেসির সবচেয়ে বড় শিকার মাইক্রোসফট। বিনোদনমুলক বিষয়ের চেয়ে তাদের সফটঅয়্যার বেশি অনলাইন পাইরেসির শিকার হয়। সার্চ ইঞ্জিন গুগল তাদের সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য তুলে ধরেছে।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এর কাছে নিয়মিত অনুরোধ করা হয় পাইরেসি সংক্রান্ত লিংক মুছে দেয়ার জন্য। গত ১১ মাসে তারা মাইক্রোসফটের কপিরাইট ভঙ্গের অনুরোধ পেয়ে ছ ২৫ লক্ষ। দ্বিতীয় অবস্থানে রয়েছে এনবিসি ইউনিভার্সাল। তাদের কয়েকটি টিভি নেটওয়ার্ক এবং মুভি ষ্টুডিও রয়েছে। তাদের অনুরোধের পরিমান ছিল প্রায় ১০ লক্ষ।

May 27, 2012

সবচেয়ে ছোট এন্ড্রয়েড স্মার্টফোন Samsung Galaxy Pocket


বড় এবং মধ্যম মানের সেটের বাজার আগেই দখল করেছে স্যামসাং। এবারে সবচেয়ে ছোট আকারের ফোন এনে সেদিকটাও নিজেদের দখলে আনছে। তাদের গ্যালাক্সি পকেট এন্ড্রয়েড ভিত্তিক সেটগুলির মধ্যে সবচেয়ে ছোট।
আকারে ছোট করার সাথেসাথে সবকিছুই কমানো হয়েছে। ৮৩২ মেগাহার্টজ প্রসেসর, ২.৮ ইঞ্চি ডিসপ্লে, ২ মেগাপিক্সেল ক্যামেরা ইত্যাদি রয়েছে এতে। প্লাষ্টিকের তৈরী সেটটিও খুব আকর্ষনীয় মনে হবে না। তবে দামও এতটাই কম যারসাথে অন্যদের প্রতিদ্বন্দিতা করা কঠিন। দাম দেড়শ ডলারের কিছু বেশি।

May 24, 2012

পরিবেশসহ মিডরেঞ্জ ডিজিটাল এসএলআর ক্যামেরা Pentax K-30


নাইকন ডি৪ কিংবা ক্যানন ইওস ১ডি এক্স এর মত প্রফেশনাল ক্যামেরাগুলির একটি বড় সুবিধে, ঝড়বৃষ্টির মধ্যে ছবি উঠানোর সময় ধুলাবালি-পানি লেগে নষ্ট হওয়ার ভয় নেই। কিন্তু দামের দিক থেকে এগুলি সাধারন ব্যবহারকারীদের নাগালের বাইরে। সেদিক থেকে পেনট্যাক্স কে-৩০ ডিজিটাল এসএলআর ক্যামেরা সমাধান হতে পারে। ধুলাবালি বা পানি এর কোন ক্ষতি করবে না।
তাদের জনপ্রিয় কে-৫ ক্যামেরার নতুন সংস্করন এই ক্যামেরা। ১৬ মেগাপিক্সেল এপিএস-সি সিমোস সেন্সর ছাড়াও প্রফেশনাল ক্যামেরার মত হাইস্পিড বার্ষ্ট মোডে ছবি উঠানোর মত সুবিধেগুলি রয়েছে এতে। প্রায় ১০০ ভাগ ফিল্ড অব ভিউ, গ্লাশ পেন্টাপ্রিজম, ১/৬০০০ সাটার স্পিড সবকিছুই প্রফেশনাল ক্যামেরার সাথে তুলনীয়। অন্যদিকে ক্যামেরাটি পাওয়া যায় বিভিন্ন রঙের যা প্রফেশনাল ক্যামেরায় সাধারনত দেখা যায় না।

May 23, 2012

মাইক্রোসফটের সোস্যাল নেটওয়ার্ক So.cl


so.cl নামে (উচ্চারন সোস্যাল) নামে পরীক্ষামুলক একটি সোস্যাল নেটওয়ার্ক চালু করেছে মাইক্রোসফট। ওয়াশিংটন উইনিভার্সিটি, সিরাকস ইউনিভার্সিটি এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এর অনেকগুলি পরীক্ষা করা হয়েছে গত ডিসেম্বরে। তবে একে ফেসবুকের প্রতিদ্বন্দি ধরনের কিছু বলে দাবী করা হয়নি।

May 22, 2012

ব্রাউজারের নেতৃত্বে ক্রোম


মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারকে পেছনে ফেলে ব্যবহারের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে গুগলের ক্রোম। ষ্ট্যাটকাউন্টার তাদের মে মাসের হিসেব থেকে দেখিয়েছে যে ক্রোমের ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহারকারীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
এর আগে মার্চে ১৮ তারিখে অল্প কয়েকদিনের জন্য ক্রোম শীর্ষস্থান দখল করেছিল।

May 17, 2012

সনি NEX-F3 এবং SLT-A37 ক্যামেরা


NEX-F3 নামে নতুন একটি মিররলেস এপিএস-সি সেন্সরের ক্যামেরা আনছে সনি। এই ক্যামেরাগুলি ডিজিটাল এসএলআর ক্যামেরার মতই, পার্থক্য আকারে ছোট এবং এতে মিরর নেই।
এতে রয়েছে ১৬.১ মেগাপিক্সেল এপিএস-সি সিমোস সেন্সর। বেশ বড় আকারের এই সেন্সর একে সেমি প্রফেশনাল ক্যামেরা হিসেবে পরিচিত করে। এতে ফুল হাই ডেফিনিশন ভিডিও করা যাবে।

May 16, 2012

আইপড টাচ এর প্রতিযোগি এন্ড্রয়েড ওয়াকম্যান এনেছে সনি


গতবছর এক্সপেরিয়া প্লে গেমিং ডিভাইসে এন্ড্রয়েড ব্যবহার করে সাফল্য পেয়েছিল সনি। এবার সঙ্গিতপ্রেমিদের জন্য এন্ড্রয়েডভিত্তিক ওয়াকম্যান এনেছে তারা। তাদের NWZ-Z1050 এধরনের প্রথম মোবাইল মিডিয়া প্লেয়ার। গেমারদেরও প্রিয় হতে পারে এই ডিভাইস। এনভিডিয়া টেগরা ২ প্রসেসর, ৪.৩ ইঞ্চি ৮০০-৪০০ পিক্সেল ডিসপ্লে রয়েছে এতে।

May 14, 2012

ট্যাক্স এড়াতে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করলেন ফেসবুক প্রতিস্ঠাতা


সারা বিশ্বের মানুষের কাছে আমেরিকার নাগরিকত্ব পাওয়া সবচেয়ে আকাঙ্খার একটি বিষয়। ৩০ বছর বয়সি ফেসবুকের সহ-প্রতিস্ঠাতা এডুয়ারডো সেভেরিন বিষয়কে সেভাবে দেখছেন না। তারকাছে আমেরিকার নাগরিকত্বের চেয়ে নিজের অর্থ বাচানো বেশি গুরুত্বপুর্ন। ফেসবুক শেয়ার বাজারে আসার আগে নিজের টাকা বাচাতে তিনি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করেছেন।
তার জন্ম ব্রাজিলে। ১৯৯২ সালে আমেরিকায় আসার পর ১৯৯৮ সালে আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। তিনি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে সিংগাপুরের নাগরিক হয়েছেন। এরফলে বড় ধরনের ট্যাক দেয়া থেকে রক্ষা পাবেন তিনি। ফেসবুকে তার শেয়ারের পরিমান ৪ শতাংশ, আনুমানিক মুল্য ৩০০ থেকে ৪০০ কোটি ডলার।

May 13, 2012

আসছে NVIDIA GeForce GTX 670


প্রধান দুই গ্রাফিক কার্ড নির্মতা এএমডি এবং এনভিডিয়ার প্রতিযোগিতা নতুন কিছু না। একসময় একজন এগিয়ে গেলে আরেকসময় আরেকজন। বর্তমানে এনভিডিয়ার সবচেয়ে শক্তিশালি সিংগল জিপিইউ গ্রাফিক্স কার্ড জিটিএক্স ৬৮০। তারথেকে ১০০ ডলার কম দামে নতুন আরেকটি আনছে তারা জিটিএক্স ৬৭০ নামে।
নিশ্চিতভাবেই এটা আনা হচ্ছে এএমডি রেডঅন এইচডি ৭৯৫০ এর বিপরীতে। জিটিএক্স ৬৭০ কার্ডে জিটিএক্স এর একই জিকে১০৪ জিপিইউ ব্যবহার করা হচ্ছে। ধারনা করা হচ্ছে ক্লক স্পিড কিছুটা কমানো হবে এবং অন্যান্য ফিচারে কিছুটা পিছিয়ে থাকবে। 

সাদাকালো ছবি উঠানোর ক্যামেরার দাম ৮ হাজার ডলার


ক্যামেরায় শুধুমাত্র সাদা-কালো ছবি উঠানো যাবে, দাম ৮ হাজার ডলার। শুনে পাগলামি মনে হতে পারে। কিন্তু কোম্পানীর নাম যখন লেইকা তখন সেটা সম্ভব। তাদের নতুন রেঞ্জফাইন্ডার ক্যামেরা লেইকা এম মনোক্রোম ক্যামেরার দাম এতটাই। শুধুমাত্র সাদাকালো ছবি উঠানো ছাড়া অন্য কিছু করা যাবে না।
প্রথমেই প্রশ্ন উঠতে পারে সাধারন ক্যামেরায় সাদা-কালো মোডে ছবি উঠালে সমস্যা কোথায় ? বিশেষভাবে সাদাকালো ছবির ক্যামেরা প্রয়োজন কেন ?
ডিজিটাল ক্যামেরার সেন্সরগুলি রং চেনে না। তারকাছে সব রংই সমান। রংকে পৃথক করার জন্য কালার ফিল্টার এরে (সিএফএ) নামে একটি একটি ফিল্টার জুড়ে দেয়া হয় সেন্সরের ওপর। এর মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় আলোর রংগুলি পৃথক হয়।

May 12, 2012

পরিবেশ বিষয়ক ফটোগ্রাফি প্রতিযোগিতা


ডার্লিংস অব চেলসি Environment নামে পরিবেশ বিষয়ে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। একেবারে নতুন, সৌখিন থেকে শুরু করে পেশাদার ফটোগ্রাফার সকলেই অংশ নিতে পারেন এতে। পুরস্কার ১৬ গিগাবাইট ওয়াইফাই ভার্শন আইপ্যাড।
বিশ্বের যে কোন যায়গার সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি উঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে। নিয়ম খুব সহজ। ছবি পাঠাতে হবে ইমেইল করে darlingschelsea@gmail.com ঠিকানায়। ফাইল  ১ মেগাবাইটের মধ্যে হতে হবে।

May 11, 2012

ডিজিটাল ফটোগ্রাফি পাল্টে দিচ্ছে Lytro ক্যামেরা


যে কোন ক্যামেরায় ছবি উঠানোর পর সবচেয়ে বেশি যে সমস্যা পাওয়া যায় তা হচ্ছে ঘোলাটে বা ঝাপসা ছবি। কখনো পুরো ছবি ঝাপসা, কখনো ছবির কোন অংশ ঝাপসা। যে যায়গা স্পষ্ট পেতে চান সেই যায়গা ছাপসা অন্য যায়গা স্পষ্ট।
ফটোগ্রাফি সম্পর্কে যার সামান্য ধারনা আছে তিনি জানেন বিষয়টি ফোকাস সম্পর্কিত। ছবি উঠানোর সময় নির্দিস্ট যায়গা স্পষ্ট করার পর ছবি উঠাতে হয়। একেই বলে ফোকাস ঠিক করা। দক্ষ ফটোগ্রাফার যতটা ভালভাবে ফোকাস করতে পারেন অনভিজ্ঞ ফটোগ্রাফার ততটা পারেন না।
অন্য কথায়, ভাল, স্পষ্ট ছবি উঠানোর জন্য আপনাকে ঠিকভাবে ফোকাস করা শিখতে হবে।
লাইট্রো ক্যামেরা নির্মাতারা বলেছেন সেটা প্রয়োজন হবে না। সামনে যাই থাক, ছবি উঠান। এরপর ফোকাস ঠিক করুন। কোন যায়গা স্পষ্টভাবে পেতে চান বলে দিন, ঠিক সেটাই পাবেন।

May 10, 2012

Canon PowerShot SX40 HS ক্যামেরা রিভিউ


সুপারজুম বা মেগাজুম ক্যামেরা থেকে খুব ভাল ছবি পাওয়া যায় একথা নিশ্চয়ই কেউ মনে করেন না। বিশেষ করে কম আলোতে। কিন্তু দুরের কিছু ছবি উঠানো যখন কথা তখন এর বিকল্প নেই। নির্দিষ্ট ক্যামেরা বাছাই করার কাজটিও খুব সহজ না। প্যানাসনিক, ফুজিফিল্ম, ক্যাসিও, ক্যানন, নাইকন সকলেরই রয়েছে এধরনের ক্যামেরা।
সাধারনভাবে ক্যাননের ছবির মান নিয়ে প্রশ্ন নেই। কিন্তু মেগাজুম ক্যামেরার ক্ষেত্রে কিছুটা সন্দেহ থেকেই যায়। এসএক্স৪০ এইচএস ক্যামেরার মাধ্যমে ক্যানন সেদিকে কিছুটা হলেও ভুমিকা রেখেছে। উল্লেখ করা যেতে পারে ক্যামেরাটি বাজারে এসেছে ২০১১ এর শেষদিকে।
ক্যামেরার আকৃতি অনেকটাই তাদের ইওস এসএলআর ক্যামেরার মত। ছোট হলেও বেশ ভালভাবেই হাতে ধরা যায়। অবশ্য এত ছোট না যে পকেটে রাখা যাবে।

May 8, 2012

Nikon Coolpix S9100 পকেট সুপারজুম ক্যামেরা রিভিউ


নাইকন এস বলতে ষ্টাইল বুঝায়। তাদের এস সিরিজের ক্যামেরাকে ষ্টাইল বলতে হয় শুধু চেহারায় না, কাজেই। অবিশ্বাস্যভাবে ১৮এক্স জুম লেন্স তারা এনেছে পকেট ক্যামেরায়। পকেটে নিয়ে বেড়ান, বহুদুরের ছবি উঠান কিংম্বা ফুল হাই ডেফিনিশন ভিডিও করুন, সব কাজের উপযোগি এই ক্যামেরা।
গতবছরের অত্যন্ত জনপ্রিয় এস৮১০০ মডেলের পরিবর্তে আনা হয়েছে এই ক্যামেরা। সেই ক্যামেরায় ছির ১০এক্স (৩০-৩০০ মিমি) জুম লেন্স। এর পরিবর্তে আনা হয়েছে ১৮এক্স (২৫-৪৫০ মিমি) লেন্স। একদিকে ওয়াইড এঙ্গেলের দিকে যেমন দৃষ্টি দেয়া হয়েছে অন্যদিকে টেলিফটোর দিকেও বাড়ানো হয়েছে অনেকখানি। এবং ৪৫০ মিমি লেন্স সহ এই ক্যামেরার ওজন মাত্র ৭.৬ আউন্স।

Nikon D7000 ডিজিটাল এসএলআর ক্যামেরা রিভিউ


নাইকন তাদের ডি-৯০ ক্যামেরা বাজারে এনেছিল ২ বছরের বেশি আগেসেটা ছিল বিশ্বের এসএলআর প্রথম ক্যামেরা যেখানে ভিডিও রেকর্ড করা যায়এরপর বহু ক্যামেরায় ভিডিও যোগ হয়েছে, অনেকে এসএলআর ভিত্তিক ভিডিও ক্যামেরা বাজারে এনেছেতারপরও মানুষের আগ্রহ ছিল নাইকন এর বদলী মডেল হিসেবে কি আনেডি-৭০০০ সেই ক্যামেরা
বাইরে থেকে দুটি ক্যামেরার তেমন পার্থক্য চোখে পড়বে নাআকার, আকৃতি, ওজন একই রকমএটা মাঝারি আকারের ক্যামেরা, এন্ট্রি লেভেল এসএলআর থেকে বড়, প্রফেশনাল ক্যামেরা থেকে ছোটবডির ক্ষেত্রে খারাপ আবহাওয়া থেকে রক্ষা পেতে যোগ করা হয়েছে ম্যাগনেশিয়াম এলয়অবশ্য তারা জানিয়েছে এই ক্যামেরা ডি-৯০ কে বাদ দিচ্ছে নাসেটাও চালূ থাকবে

May 7, 2012

স্যামসাং গ্যালাক্সি এস ৩


স্যামসাং বর্তমানে বিশ্বের ১ নাম্বার এন্ড্রয়েড হ্যান্ডসেট নির্মাতা। সাম্প্রতিক এসপিডি রিপোর্টে বলা হয়েছে আমেরিকায় প্রতি ৪টি হ্যাস্ডসেটের মধ্যে ১টি স্যামসাং এর তৈরী। উল্লেখ করা হয়ত প্রয়োজন নেই ২০১২ সালের একটি উল্লেখযোগ্য সংযোজন হবে হ্যান্ডসেট তাদের গ্যালাক্সি এস ৩।
স্যামসাং সবসময়ই তাদের ডিসপ্লের বিষয়ে সচেতন। গ্যালাক্সি এস ৩ তে ব্যতিক্রম নেই। ৪.৮ ইঞ্চি এমোলিড ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৩০৯ পিপিআই। এন্ড্রয়েড ডিসপ্লের মধ্যে সবচেয়ে উন্নত।
সাধারনভাবে সেটটির বর্ননা এরকম;

Graphic Tablet: গ্রাফিক ডিজাইনারদের অপরিহার্য একটি ডিভাইস


আপনি ফটোশপ, ইলাষ্ট্রেটর, ফ্লাশ, পেইন্টার যে সফটঅয়্যারই ব্যবহার করুন না কেন, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল পেইন্টার, এনিমেটর যাই হোন না কেন, আপনাকে মাউস ব্যবহার করে এমন কিছু কাজ করতে হয় যা মাউসের জন্য সুবিধেজনক না। কলম, পেনসিল বা তুলি ব্যবহারের স্বাচ্ছন্দ পান না। একাজের জন্যই গ্রাফিক ট্যাবলেট। এর দুটি অংশ, একটি অংশকে স্লেট বা কাগজের সাথে তুলনা করতে পারেন, আরেকটি ষ্টাইলাস নামের কলম বা পেনসিলের মত অংশ। এদুটি কাগজে যেভাবে ছবি আকেন সেভাবে ছবি আকা যায়।
বিভিন্ন ধরনের গ্রাফিক ট্যাবলেট এবং তাদের সুবিধে-অসুবিধের কথা জেনে নিন।

ফটোশপ সিএস-৬ রিভিউ


অনেকের কাছে গ্রাফিক ডিজাইন মানেই ফটোশপ। কাজেই ফটোশপ এর নতুন ভার্শন রিলিজ হলে তা নিয়ে আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক।
এডবি যখন সিএস-৫ বাজারে আনে তখন সেটা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। এরপর ৫.৫ নামে একটি ভার্শন আনলেও সেখানে ফটোশপের জন্য কোন নতুনত্ব ছিল না। এরপর সিএস-৬ আনার সময় আরেকবার বিশাল পরিবর্তণ আনা হয়েছে। চেহারার পরিবর্তন এতটাই যে হঠাত করে দেখলে ফটোশপ বলে চিনতে ভুল হতে পারে। সমস্ত বাটন, আইকন নতুনভাবে তৈরী করা হয়েছে। যোগ করা হয়েছে একেবারে নতুন ফিচার।
প্রথমে কাজের দিক থেকে দেখা যাক। এর পারফরমেন্স বাড়ানো হয়েছে আগের থেকে। যার অর্থ আগের চেয়ে কম শক্তিশালী কম্পিউটারে ভালভাবে কাজ করবে। কোন কোন ক্ষেত্রে আগের থেকে ১০০০ গুন দ্রুত কাজ করবে বলে এডবির দাবী। একে সবচেয়ে বড় পরিবর্তণ বললে হয়ত ভুল হবে না।