গুগলের ব্লগিং
ব্যবস্থা ব্লগার (ব্লগস্পট) ব্যবহারকারীদের জন্য ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারের
সুযোগ বন্ধ করেছে গুগল। ফায়ারফক্স ব্যবহার করে তাদের ড্যাসবোর্ড ওপেন করা যাবে না।
এখন বাধ্যতামুলকভাবে তাদের নিজস্ব ব্রাউজার ক্রোম ব্যবহার করতে হবে।
উল্লেখ করা
যেতে পারে ব্রাউজার হিসেবে ফায়ারফক্স এবং ক্রোম প্রতিদ্বন্দি। তারপরও এধরনের
পদক্ষেপ সবাই হয়ত পছন্দ করবেন না। যদিও বলা হয় ক্রোম ব্যবহারে সুবিধে বেশি তারপরও
কম গতির ইন্টারনেটে ফায়ারফক্স বেশি কার্যকর। এছাড়া বাংলা ব্লগ তৈরীর ক্ষেত্রেও
অনেকে সমস্যাবোধ করতে পারেন। ক্রোমে বাংলা ফন্ট ফায়ারফক্সের মত ভালভাবে দেখা যায়
না।
সাধারন
ভিজিটররা অবশ্য ব্লগারে তৈরী ব্লগ ব্যবহারে কোন পার্থক্য পাবেন না।
No comments:
Post a Comment