July 2, 2012

বিশ্বের সবচেয়ে দ্রততার গ্রাফিক্স কার্ড AMD Radeon HD 7970 GHz Edition


গতবছর এএমডি-র এইচডি ৭৯৭০ ছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এক প্রসেসর বিশিষ্ট গ্রাফিক্স কার্ড। এরপর এনভিডিয়া তাদের জিটিএক্স ৬৮০ এনে তাদেরকে পেছনে ফেলে। এএমডি আবারো শীর্ষে উঠে এসেছে তাদের ৭০৯০ এর গিগাহার্টজ এডিশনের মাধ্যমে।
একক মনিটর ব্যবহারের সময় এনভিডিয়ার কার্ডের সাথে এর গতি প্রায় সমান কিন্তু একাধিক মনিটর ব্যবহারের সময় অনেক এগিয়ে। অবশ্য এজন্য অতিরিক্ত মুল্যও দিতে হয়। এর শক্তি (পাওয়ার) প্রয়োজন হয় বেশি।
মুল ৭৯৭০ কার্ডের সাথে আকৃতিগত কিংবা হার্ডঅয়্যারের দিক থেকে কোন তফাত নেই এই কার্ডের। মুল পরিবর্তন ক্লক স্পিড ৯২৫ মেগার্টজ এর যায়গায় ১ গিগাহার্টজ। টার্বো বুষ্ট ক্লক স্পিড ব্যবহারের মাধ্যমে ১০৫০ মেগাহার্টজ পর্যন্ত ব্যবহার করা যায়। মেমোরী ক্লকও ৫.৫ গিগাহার্টজ থেকে ৬ গিগাহার্টজ করা হয়েছে।
এর দাম ৪৯৯ ডলার। আগের কার্ডের তুলনায় অনেক কম। গিগাবাইট, এইচআইএস, এমএসআই, সাফায়ার, টিইউএল এবং এক্সএফএক্স এর মাধ্যমে এই কার্ড পাওয়া যাবে।

No comments:

Post a Comment