June 28, 2012

গুগলের Nexus 7 ট্যাবলেট


গুগল নেক্সাস ৭ নামে ৭ ইঞ্চি একটি এন্ড্রয়েড ট্যাবলেটের ঘোষনা দিয়েছে। তাইওয়ানের কোম্পানী আসুসের মাধ্যমে তৈরী এই ডিভাইসের দাম  ১৯৯ ডলার, ৮ গিগাবাইট মডেল। এরই মধ্যে অনলাইনে অর্ডার নেয়া শুরু হয়েছে বৃটেন, কানাডা এবং অষ্ট্রেলিয়ায়।
যতদুর জানা গেছে এর অপারেটিং সিষ্টেম এন্ড্রয়েড ৪.১ জেলি বিন। এতে জিমেইল ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইউটিউব, গুগল +, ক্রোম ব্রাউজার ইত্যাদি থাকবে।
অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে কোয়াড কোর টেগরা ৩ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, এনএফসি, জিপিএস, ১.২ মেগাপিক্সেল ওয়েবক্যাম ইত্যাদি। ৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে রেজ্যুলুশন ১২৮০-৮০০।
এছাড়া কানেকটিভিটি হিসেবে ওয়াইফাই, ব্লুটুথ ছাড়াও মাইক্রো ইউএসবি  পোর্ট রয়েছে। ৪৩২৫ ব্যাটারীতে ৮ ঘন্টা কাজ করা যাবে।
৮ এবং ১৬ গিগাবাইট দুধরনের ধারনক্ষমতায় পাওয়া যাবে।

No comments:

Post a Comment