এন্টি
কাউন্টারফিটিং ট্রেড এগ্রিমেন্ট বা এসিটিএ নামের চুক্তির বিপক্ষে রায় দিয়ে আইটিসি।
ভোটাভুটিতে বিপক্ষে ১৯, পক্ষে ১২ ভোটের মাধ্যমে বিতর্কিত এই আইনের বিপক্ষে অবস্থান
নিয়েছে তারা। এখন এর ভবিষ্যত নির্ভর করছে ইউরেপিয়ান পার্লামেন্টের হাতে।
মুলত আইটিসির
সিদ্ধান্তকে সাধারনত চুড়ান্ত মত হিসেবে ব্যবহার করে। উল্লেখ করা যেতে পারে এই
আইনের বিপক্ষে বহু দেশে প্রতিবাদ করা হয়েছে। পাইরেসি এবং নকল সামগ্রীর বিরুদ্ধে
ব্যবহার করা হলেও বাস্তবে এর মাধ্যমে ব্যক্তির তথ্য সংগ্রহ করায় ব্যক্তিগত গোপনীয়তা
হুমকির সম্মুখিন হবে বলে মনে করা হয়।
No comments:
Post a Comment