June 15, 2012

উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট আনছে মাইক্রোসফট


মাইক্রোসফট নিজেই উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবলেট আনতে যাচ্ছে। পরিচয় প্রকাশ না করে একটি সুত্র জানিয়েছে আগামী সোমবার মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে একথা জানাবে।
বর্তমানে ট্যাবলেটের বাজারে জোর প্রতিযোগিতা এপল আইপ্যাড এবং গুগল এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম ভিত্তিক ট্যাবলেটের। এন্ড্রয়েড বিনামুল্যের হলেও উইন্ডোজ ব্যবহারের জন্য নির্মাতাকে ৮৫ ডলার দিতে হবে। মাইক্রোসফট নিজেই হার্ডঅয়্যার তৈরী করে আরো বেশি আয়ের দিকে যেতে চায়।

No comments:

Post a Comment