একদিকে লাস
ভেগাসে একসাথে হয়েছে হ্যাকাররা, অন্যদিকে তাদের সফটঅয়্যারে আক্রমন ঠেকানোর পদ্ধতি
আবিস্কারের জন্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষনা করেছে মাইক্রোসফট। প্রথম পুরস্কার ২
লক্ষ ডলার দেয়া হয়েছে ভ্যাসিলিস পাপাস নামের একজন ছাত্রকে।
ব্লু হ্যাট
নামের এই প্রতিযোগোগিতার এটা ছিল প্রথম আয়োজন। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ব্লু
হ্যাট প্রতিযোগিতার থেকেও বড় কিছু। এখানে বিভিন্ন যায়গার ব্যক্তিরা একসাথে হয়ে
নিজেদের সমস্যা নিয়ে আলোচনার সুযোগ পান।
No comments:
Post a Comment